বেতন বাড়ছে ৮ লক্ষ কর্মীর, অগাস্ট থেকেই কার্যকর

বেতন বাড়ছে ৮ লক্ষ কর্মীর, অগাস্ট থেকেই কার্যকর

নয়াদিল্লি: দীর্ঘ অপেক্ষার পর কিছুদিন আগেই ডিএ বেড়েছে সরকারি কর্মীদের৷ এবার বেতন বাড়তে চলেছে ৮ লক্ষ ব্যাঙ্ক কর্মীর৷ অগাস্ট মাস থেকেই বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) সহ বেতন পাবেন তাঁরা৷ সরকারি নির্দেশিকা মেনে ব্যাঙ্ক কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ২৭.৭৯ শতাংশ৷ তবে উল্লেখ্য, যে সকল ব্যাঙ্ক কর্মী একাদশ বিপিএস বেতন কাঠামো অনুযায়ী বেতন পান, তাঁদের জন্য এই বর্ধিত ডিএ কার্যকর হবে৷ 

আরও পড়ুন- উৎসশ্রী পোর্টালে বাড়ছে উৎসাহ, সহজ হচ্ছে বদলির শর্ত

পাশাপাশি পেনশনভোগী ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতাও বৃদ্ধি পেতে চলেছে৷ তাঁরাও ২৭.২৯ শতাংশ হারে ডিএ পাবেন৷ তবে এটা সকলের জন্য প্রযোজ্য নয়৷ যাঁরা ২০১৭ সালের ১ নভেম্বরের পর যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা এই বর্ধিত ডিএ সহ পেনশন পাবেন৷ উল্লেখ্য, মূল্যবৃদ্ধির প্রভাব হ্রাস করতে প্রতি তিন মাস অন্তর ব্যাঙ্ককর্মীদের ডিএ সংশোধন করা হয়৷ 

আরও পড়ুন- নিয়োগের দাবিতে খাদ্য দফতরের বাইরে তুমুল বিক্ষোভ, আন্দোলনের পথে তথ্যমিত্র কেন্দ্র

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ-ও বাড়তে চলেছে৷ ২০২১ সালের জুন মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে৷   উল্লেখ্য, ২০২০-র জানুয়ারির পর, ২০২০-র জুলাই এবং ২০২১-এর জানুয়ারির ডিএ বাকি পড়ে ছিল৷ গত বছর জানুয়ারি মাসে ৪ শতাংশ, জুলাই মাসে ৩ শতাংশ এবং চলতি বছর জানুয়ারিতে ৪ শতাংশ বকেয়া রয়েছে৷ এতদিন ১৭ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ সপ্তম পে কমিশনে আগের থেকে ডিএ বেড়ে ২৮ শতাংশ করা হয়েছে। অর্থাৎ মোট ১১ শতাংশ ডিএ বেড়েছে কেন্দ্রে। দীর্ঘদিন ধরে সপ্তম পে কমিশনের আওতায় ডিএ এবং ডিআর বাড়ার অপেক্ষায় ছিলেন সরকারী কর্মীরা।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =