‘উজ্জ্বলা ২’-এর সূচনা, গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদীর

‘উজ্জ্বলা ২’-এর সূচনা, গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদীর

নয়াদিল্লি:  দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উত্তরপ্রদেশের মোহাবা থেকে ভার্চুয়ালি উজ্জ্বলা ফেজ ২-এর সূচনা করলেন তিনি৷ এই প্রকল্পে এলপিজি গ্যাস পাবেন শ্রমিকরাও৷ এর জন্য লাগবে ঠিকানার প্রমাণপত্র৷ 

আরও পড়ুন- NRC ঠিক কবে থেকে লাগু? সংসদে স্পষ্ট করল কেন্দ্র

এদিন প্রধানমন্ত্রী বলেন, উজ্জ্বলা যোজনা থেকে অভূতপূর্ব ভাবে মহিলাদের জীবন উপকৃত হয়েছে৷ প্রথম ফেজে উজ্জ্বলা যোজনায় ৮ কোটি মহিলা বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়েছেন৷ লকডাউনেও এই উজ্জ্বলা গ্যাস থেকে উপকৃত হয়েছেন মহিলারা৷ তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে যে পরিমাণ গ্যাস সংযোগ ছিল, তার চেয়ে অনেক বেশি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে গত সাত বছরে৷ প্রসঙ্গত, গরিব মহিলাদের হেঁশেলে গ্যাস সংযোগ পৌঁছে দিতে উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিনা পয়সায় কোটি কোটি পরিবারে গ্যাস সংযোগ পৌঁছে গিয়েছিল৷ এবার গ্যাস সিলিন্ডার পাবেন পরিযায়ীরাও৷  বলা হয়েছে, এলপিজি সংযোগের জন্য ‘সেলফ ডিকলারেশন’ দিতে হবে পরিযায়ী শ্রমিকদের৷ 

আরও পড়ুন- পেগাসাস ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় ‘ডিবেট’ কেন? পিটিশনারদের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, গত বছর লকডাউনে দুর্দশার মধ্যে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা৷ এর পরেই ১০০ দিনের কাজের প্রকল্পে ৮৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার৷ এর পর উজ্জ্বলা ২ নিশ্চিত ভাবেই উল্লেখযোগ্য পদক্ষেপ৷ এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঠাকুর, উপ-প্রধানমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হারদীপ সিং পুরী৷ উল্লেখ্য, উজ্জ্বলা ১-এর সূচনাও হয়েছিলেন উত্তর প্রদেশ থেকে৷ ২০১৬ সালের ১ মে বালিয়া থেকে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *