বাইডেনকে সাফল্যের শুভেচ্ছা নমোর, জানালেন সস্ত্রীক ভারতে আসার আমন্ত্রণ

বাইডেনকে সাফল্যের শুভেচ্ছা নমোর, জানালেন সস্ত্রীক ভারতে আসার আমন্ত্রণ

নয়াদিল্লি:  মার্কিন প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক আন্তর্জাতিক বিষয়, জলবায়ু পরিবর্তন ও কৌশলগত অংশিদারিত্ব নিয়ে কথা বললেন তাঁরা৷ তাঁদের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক রণকৌশলকে আরও উন্নত করা৷ এই অঞ্চলের স্বাধীনতা ও অথণ্ডতা বজায় রাখার পক্ষে সঙ্ঘবদ্ধ ভাবে লড়াই চালানোর শপথও নিয়েছেন তাঁরা৷ এমনটাই টুইট করে জানালেন নমো৷ সেই সঙ্গে সস্ত্রীক বাইডেনকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী৷ 

আরও পড়ুন- “নিয়মতান্ত্রিক শাসনে বাইডেন আর আমি প্রতিজ্ঞাবদ্ধ”, টুইট প্রধানমন্ত্রীর

টুইট করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান নমো৷ আগামীদিনে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি৷ সম মনোভাবাপন্ন দেশগুলির এক সঙ্গে কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তাঁরা ব্যক্ত করেন৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা সকলেই জানে৷ বাইডেন জমানায় মার্কিন তালুকের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা রয়েছে৷ 

আরও পড়ুন- “দেশটা বিশ্বাসের উপর চলে না”, প্রধানমন্ত্রীর আশ্বাসেও অনড় রাকেশ টিকাইত

গত বছরের গোড়ায় মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভারত সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ তাঁদের জন্য আয়োজিত হয়েছিল ‘কেমছো ট্রাম্প’ অনুষ্ঠান৷ বেশ কয়েকদিন ভারতে ছিলেন তাঁরা৷ তবে এই সখ্যতার কাহিনী আপাতত অতীত৷ গত এক বছরে মার্কিন সাম্রাজ্যে অনেক বদল ঘটেছে৷ ট্রাম্পকে গদিচ্যুত করে ক্ষমতায় এসেছেন জো বাইডেন৷ প্রেসিডেন্ট নির্বাচনের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে আনুষ্ঠানিকভাবে মার্কিন মুলুকের দায়িত্ব নেওয়ার পর প্রথম ফোনে কথা বললেন দুই রাষ্ট্র প্রধান৷ কূটনৈতিক সম্পর্কে দৃঢ় করতে জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইজেনকে আমন্ত্রণ জানালেন নমো৷ এই বিষয়টি টুইট করে নিজেই জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী৷ সেই সঙ্গে আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 14 =