বাইডেন-বরিসকে পিছনে ফেলে জনপ্রিয়তার নিরেখে ফের ‘বিশ্বসেরা’ মোদী

বাইডেন-বরিসকে পিছনে ফেলে জনপ্রিয়তার নিরেখে ফের ‘বিশ্বসেরা’ মোদী

নয়াদিল্লি:  আরও একবার বিশ্বসেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের তাবড় তাবড় নেতাদের পিছনে ফেলে প্রথম স্থানটি দখল করে নিলেন তিনি। এখনও পর্যন্ত নমোই বিশ্বের Most Approved Leader৷ মার্কিন প্রেসেডিন্ট বাইডেন বা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে পিছনে ফেলে ৭১ শতাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০২১ সালে শেষ সমীক্ষায় ৭০ শতাংশ মানুষের সমর্থন ছিল তাঁর সঙ্গে৷ ২০২২-এর গোড়ায় তা বাড়ল আরও ১ শতাংশ৷ 

আরও পড়ুন- গোয়ায় চিদাম্বরমকে তুলোধনা করলেন অভিষেক! জোটে আরও জট

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের তরফে এই সমীক্ষা চালানো হয়েছিল৷ সমীক্ষার পর নিজেদের ওয়েবসাইটে তারা জানিয়েছে, চলতি মাসের ১৩ তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে  সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত জানার পরেই এই জনপ্রিয়তার তালিকা তৈরি করা হয়েছে। উল্লেখ্য বিষয় হল, এটাই প্রথম নয়৷ এর আগেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০২০ সালের মে মাসেও তিনি তালিকার শীর্ষে ছিলেন। ওই বছর ৮৪ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন তিনি। তবে ২০২১ সালের মে মাসে সেই জনপ্রিয়তার হার অনেকটা কমে ৬৩ শতাংশে নেমে আসে। কিন্তু ওই বছরেই সেপ্টেম্বর মাসে ফের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে শীর্ষ স্থানে উঠে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

সদ্য প্রকাশিত ১৩ জন বিশ্ববরেণ্য শীর্ষনেতার গ্রহণযোগ্যতার তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ৪৩ শতাংশ। বাইডেনের পরেই রয়েছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো৷ তাঁর গ্রহণযোগ্যতাও ৪৩ শতাংশ। আরও পিছনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ তাঁর গ্রহণযোগ্যতার হার ৪১ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =