জ্বালানি ছ্যাঁকা! ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত জেনে নিন

জ্বালানি ছ্যাঁকা! ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত জেনে নিন

নয়াদিল্লি:  এই নিয়ে টানা চারদিন৷ ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল সরকারি তেল সংস্থাগুলি৷ শুক্রবার থেকে দেশের বড় বড় শহরগুলিতে ২৬ থেকে ২৯ পয়সা বাড়ল প্রতি লিটার পেট্রোলের দাম৷ অন্যদিকে ৩৪ থেকে ৩৮ পয়সা বাড়ল প্রতি লিটার ডিজেল৷ 

আরও পড়ুন-  উত্তরাখণ্ড বিপর্যয়ের পিছনে তেজস্ক্রিয় বিস্ফোরণ? কি বলছেন বিজ্ঞানীরা?

গত ১২ দিনে দিল্লিতে সামগ্রিকভাবে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ টাকা ১৩ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ২৬ পয়সা৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবাসাইট অনুযায়ী ১২ ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৮ টাকা ১৪ পয়সা (২৯ পয়সা বৃদ্ধি)৷ বৃহস্পতিবার ছিল ৮৭ টাকা ৮৫ পয়সা৷ অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হল ৭৮ টাকা ৩৮ পয়সা৷ গতকাল ছিল ৭৮ টাকা ৩ পয়সা৷ 

শুক্রবার তিলোত্তমায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হল ৮৯ টাকা ৪৪ পয়সা৷ গতকালের তুলনায় ২৮ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ আর লিটার প্রতি ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ৮১ টাকা ৯৬ পয়সা৷ গতকাল কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে    ৮৮.৯২ টাকা এবং ৮১.৩১ টাকা৷ মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হল ৯৪ টাকা ৬৪ পয়সা এবং ৮৫ টাকা ৩২ পয়সা৷ 

অন্যদিকে, চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯০ টাকা ৪৪ পয়সা এবং ৮৩ টাকা ৫২ পয়সা৷ সবচেয়ে বেশি দাম বেড়েছে জয়পুরে৷ মরু রাজ্যের এই শহরে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ৫৫ পয়সা৷ এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৬ টাকা ৬৫ পয়সা৷  

আরও পড়ুন- একরত্তির চিকিৎসার খাতিরে ৬ কোটি কর মুকুব মোদীর! প্রশংসা বিরোধীদেরও

 
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার জেরে তার সরাসরি প্রভাব পড়েছে পেট্রোল ও ডিজেলের দামে৷ জ্বালানির ছ্যাঁকা লেগেছে মধ্যবিত্তের পকেটে৷ ক্রমাগত আকাশ ছোঁয়া হচ্ছে জ্বালানি তেলের দাম৷ প্রতিদিন সকাল ছ’টায় পেট্রোল ও ডিজেলের দাম ঘোষণা করে সরকারি তেল সংস্থাগুলি৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে চাপানো হয় এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন সহ অন্যান্য চার্জ৷ যার ফলে প্রায় দ্বিগুণ দামে তেল কিনতে হয় সাধারণ মানুষকে৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 19 =