একরত্তির চিকিৎসার খাতিরে ৬ কোটি কর মুকুব মোদীর! প্রশংসা বিরোধীদেরও

একরত্তির চিকিৎসার খাতিরে ৬ কোটি কর মুকুব মোদীর! প্রশংসা বিরোধীদেরও

963dc567af0fcd1f8492f8cec454ce04

নয়াদিল্লি: ৫ মাসের এক শিশুর চিকিৎসার খাতিরে ৬ কোটি টাকা কর ছাড় দিলো কেন্দ্রীয় সরকার। বিদেশ থেকে ওষুধ আনতে জিএসটি বাবদ এত টাকা দিতে হত পরিবারকে। তবে ওই শিশুর চিকিৎসার খাতিরে এই কর ছাড় দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মানবিক আচরণের কুর্নিশ জানিয়েছে গোটা দেশ একইসঙ্গে প্রশংসা করেছে বিরোধী মহল।

মুম্বাইয়ের আন্ধেরির এক পরিবারের পাঁচ মাসের সন্তান তিরা কামাত। বিরল রোগে আক্রান্ত তিরার মহামূল্য ওষুধ বিদেশ থেকে আনতে জিএসটি বাবদ প্রায় ৬ কোটি টাকা খরচ হত। একরত্তির জীবন বাঁচাতে তাই ওই টাকা কর মুকুব করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বিরল রোগে আক্রান্ত ওই শিশুর বাবা-মা অনুদান মারফত প্রায় ১০ কোটি টাকা জোগাড় করতে পেরেছিলেন কিন্তু ওই বিরল রোগের ওষুধের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। বাকি ৬ কোটি টাকা যোগাড় করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দ্বারস্থ হন পরিবার। পরবর্তী ক্ষেত্রে কর বাবদ ওই টাকা মুকুব করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনার কথা সামনে আসতেই দেশজুড়ে সকলে কুর্নিশ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এক্ষেত্রে বিরোধীরাও প্রশংসা করছে কেন্দ্রীয় সরকারের।

তিরা কামাত যে বিরল রোগে আক্রান্ত তার ডাক্তারি পরিভাষায় নাম ‘Spinal Muscular Astrophys (SMA)’। রোগটি জেনেটিক। তার শরীরে প্রোটিন তৈরি হবে না। নার্ভ ও পেশির বৃদ্ধি হবে মন্থর গতিতে। এই রোগের চিকিৎসার ওষুধ মেলে একমাত্র আমেরিকায়। ভারতীয় অর্থে ওষুধটির দাম প্রায় ১৬ কোটি টাকা। এ দেশে আনতে জিএসটি দিতে হবে আরো ৬ কোটি টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *