বেটিং করছে Paytm? Google Play store থেকে আচমকা উধাও, পরে ঘরওয়াপসি

বেটিং করছে Paytm? Google Play store থেকে আচমকা উধাও, পরে ঘরওয়াপসি

73a2c27814aa668d1d51b065265b65d5

নয়াদিল্লি:  গুগল প্লে স্টোর থেকে আচমকাই উধাও হয়ে গেল ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএম-এর অ্যাপ৷ শুক্রবার গুগল প্লে স্টোর থেকে পেটিএম-এর অ্যাপ সরিয়ে দেওয়া হয়৷ জানা গিয়েছে, গ্যাম্বলিং নীতি লঙ্ঘনের জন্যই নাকি এই পদক্ষেপ করা হয়েছে৷ .

আরও পড়ুন- কৃষি বিলের ক্ষতে প্রলেপ দিতে মাঠে নামলেন নমো, বার্তা টুইটারে

 

পেটিএম ভারতের সর্বাধিক মূল্যবান স্টার্টআপ৷ মাসে ৫০ মিলিয়নেরও বেশি সক্রিয় ইউজার রয়েছে বলে সংস্থার দাবি৷ কিন্তু এদিন সকালেই গুগলের প্লে স্টোর থেকে হাওয়া হয়ে যায় পেটিএম অ্যাপ৷ তবে পেটিএম-এর অন্যান্য অ্যাপ যেমন – পেটিএম ফর বিজনেস, পেটিএম মল এবং পেটিএম মানি এখনও প্লে স্টোরে রয়েছে৷ কিন্তু এদিন পেটিএম অ্যাপ উধাও হতেই একের পর এর প্রশ্নে উপচে পড়ে টুইটার৷ কেন এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরানো হল তা জানতে চেয়ে টুইট করেন অসংখ্য ইউজার৷  পরে, ঘণ্টা তিনেক পর ফের প্লে স্টোরে ঘরওয়াপসি ঘটে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএমের৷

আরও পড়ুন- এবার আরও মহার্ঘ রেল! বিমানের মতো ট্রেন-সফরেও যাত্রীদের দিতে হবে বাড়তি কর

ভারতে লক্ষ লক্ষ ইউজার থাকা সত্ত্বেও কেন গুগল প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপ সরানো হল, সে সম্পর্কে কোনও মন্তব্য করেনি এই টেক জায়েন্ট৷ তবে এদিন একটি ব্লগ পোস্টে গ্যাম্বলিং পলিসির কথা উল্লেখ করেছে গুগল৷ সংস্থার ভাইস প্রেসিডেন্ট সুজান ফ্রে একটি ব্লগে বলেন, ‘‘আমরা অনলাইন ক্যাসিনোগুলিকে অনুমতি দিই না বা এমন কোনও নিয়ন্ত্রণহীন গ্যাম্বলিং অ্যাপকে সমর্থন করি না যা স্পোর্টস বেটিংকে উৎসাহ যোগায়৷ যদি কোনও অ্যাপ তার গ্রাহকদের কোনও বাহ্যিক ওয়েবসাইটের দিকে নিয়ে যায়, যা তাদের অর্থের বিনিময়ে টুর্নামেন্টে অংশ নেওয়া এবং সেখান থেকে নগদ অর্থ জেতার সুযোগ করে দেয়, তাহলে সেই অ্যাপকে আমরা সমর্থন করতে পারি না৷ এটা আমাদের নীতি বিরোধী৷’’  গুগল প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপ সরানো হলেও, অ্যাপল অ্যাপ স্টোরে এখনও মজুত রয়েছে এটি৷ 

এদিকে পেটিএম-এর তরফে গ্রাহকদের উদ্দেশে একটি বিবৃতিতে জানানো হয়েছে সাময়িকভাবে পেটিএম অ্যানড্রয়েড অ্যাপ অনুপলব্ধ হয়েছে৷ খুব শীঘ্রই গুগল প্লে স্টোরে পেটিএম অ্যাপ ফিরে আসবে৷ নতুন করে তা ডাউনলোড এবং আপডেটও করা যাবে৷ গ্রাহকদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে৷ তাঁরা আগের মতোই এই অ্যাপ ব্যবহার করতে পারবে বলেও জানিয়েছে পেটিএম৷ এই ঘোষণার পর সন্ধ্যায় সবকিছু ফের ঠিকঠাক হয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *