বন্যার জলে ডুবেছে হাসপাতাল, রাস্তাতেই চলছে ক্যানসার রোগীর কেমোথেরাপি!

বন্যার জলে ডুবেছে হাসপাতাল, রাস্তাতেই চলছে ক্যানসার রোগীর কেমোথেরাপি!

শিলচর: প্রতি বছর বন্যায় প্লাবিত হয় অসম৷ তবে এবছর বন্যার ভয়বহতা অনেকটাই বেশি৷ ইতিমধ্যে ১২২ জনের মৃত্যু হয়েছে৷ জলবন্দি প্রায় ২২ লক্ষ মানুষ। বন্যায় জলে তলিয়ে গিয়েছে বাড়ি-ঘর, চাষের জমি৷ শুধু তাই নয়, মর্মান্তিক ভাবে বন্যার জলে তলিয়ে গিয়েছে হাসপাতাল। জলমগ্ন রাস্তাঘাটও। এই শোচনীয় অবস্থার মধ্যেই রাস্তার এক কোণে উঁচু জায়গায় চলছে ক্যানসার রোগীদের চিকিৎসা৷ হচ্ছে কেমোথেরাপি৷ 

আরও পড়ুন- গ্যাংটকে ভয়াবহ ভূমিধস, ঘুমের মধ্যে সলিলসমাধি মাসহ দুই শিশুর

অসমের শিলচরের কাছে ক্যানসার হাসপাতালে জল থৈ থৈ করছে৷ প্রায় প্রতিটি ঘরেই ঢুকে পড়েছে বন্যায় জল। এই অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে খোলা আকাশের নীচে। সেখানেই চলছে কোনও ভাবে চলছে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা। 

সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, গত কয়েক দিন ধরেই জল্র তলায় ১৫০টি শয্যাবিশিষ্ট ‘কাছার ক্যানসার হসপিট্যাল অ্যান্ড রিসার্চ সেন্টার’৷ পরিস্থিতি এতটাই শোচনীয় যে, রোগী এবং হাসপাতাল কর্মীদের লাইফ জ্যাকেট পরাতে বাধ্য হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রবল প্রতিকূলতার মধ্যেই চালু রয়েছে রোগী পরিষেবা। এক চিকিৎসক জানান, ক্যান্সর রোগীদের কেমোথেরাপি থেকে শুরু করে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা এবং চিকিৎসা সবটাই রাস্তার উপরে হচ্ছে। যেখানে জল একটু কম সেখানেই শয্যা পেতে চলছে রোগীদের শুশ্রূষা৷