নয়াদিল্লি: আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ প্রাথমিক জানা গিয়েছিল, ৩১ মার্চের মধ্যে এই সংযুক্তিকরণ সেরে ফেলতে হবে৷ আর এই কাজ করতে হাজার টাকা লাগবে জরিমানা হিসেবে। কিন্তু এখন প্যান এবং আধার কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু জরিমানা নিয়ে নয়া কোনও নির্দেশিকা প্রকাশ পায়নি। অর্থাৎ এই প্রক্রিয়া সম্পন্ন না হলে জরিমানা দিতেই হবে।
আরও পড়ুন- মমতা-নবীন ‘সৌজন্য সাক্ষাৎ’, বৈঠকের সারমর্ম কৌতূহল বাড়াল
কেন্দ্রের তরফে জানান হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই কাজের জন্য আরও তিন মাস বেশি সময় পাওয়া গেল। আগেই বলা হয়েছিল, যথাসময়ে সংযুক্তিকরণ না করলে ১ এপ্রিল থেকে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড অবৈধ হয়ে যাবে বলেও জানিয়েছিল আয়কর দফতর। তবে এবার সেই সংযুক্তিকরণের মেয়াদ বাড়িয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। তাৎপর্যপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে কার্যত একই দাবি করে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি দিয়েছিলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
” style=”border: 0px; overflow: hidden”” title=”২০ টাকায় কোটিপতি! রয়েছে সিক্রেট ফর্মুলা! Invest Rs 20 daily to get Rs 10 crore” width=”853″>
এদিকে নির্দিষ্ট কিছু মানুষের জন্য এই সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয় বলেই জানিয়েছে কেন্দ্র। ২০১৭ সালের কর আদায়ের নির্দেশিকা অনুযায়ী, মোট চারটি ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে। প্রথমত, অসম ও মেঘালয়ের বাসিন্দারা এই নিয়মের আওতার মধ্যে পড়বেন না। জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্যেও প্যান-আধারের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়৷ এছাড়াও বলা হয়েছে, ৮০ বছরের উর্ধ্বে যে সকল ভারতীয় নাগরিক রয়েছেন, তাঁরাও এই সংযুক্তিকরণের আওতায় পড়েন না৷ প্রবাসী ভারতীয় বা বিদেশি নাগরিকদের জন্যেও এই নিয়ম প্রযোজ্য হবে না।