Aajbikel

মমতা-নবীন 'সৌজন্য সাক্ষাৎ', বৈঠকের সারমর্ম কৌতূহল বাড়াল

 | 
mamata_navin

কটক: ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুমান করা হয়েছিল, দুজনের মধ্যে যে বৈঠক হবে তা আগামী দিনের রাজনৈতিক পরিবেশের একটা হালকা ইঙ্গিত দেবে। কিন্তু বৈঠকে 'তেমন কিছু' আলোচনা হয়নি বলেই জানা যাচ্ছে। খোদ ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গভীর কোনও আলোচনাই হয়নি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরোটাই ছিল সৌজন্য সাক্ষাৎ। 

আরও পড়ুন- ‘আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোস করতে হবে না’, আদালতে কাতর আর্জি গ্রুপ সি’র চাকরিহারাদের

মঙ্গলবার ৩ দিনের সফরে ওড়িশা গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরীর মন্দিরে পুজো দেওয়ার পর এদিন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জাতীয় রাজনীতির আসরে এখন বিজেপি বিরোধী জোট নিয়েই সব থেকে বেশি আলোচনা। সেই প্রেক্ষিতে মমতা এবং নবীন সাক্ষাৎ যে অবশ্যই তাৎপর্যপূর্ণ ছিল তা বলাই বাহুল্য। দু’টি অঙ্গরাজ্যের অ-বিজেপি সরকারের দুই মুখ্যমন্ত্রী কী চর্চা করবেন তা জানার চেষ্টা আপামর রাজনৈতিক মহল। যদিও এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কিছুই উঠে আসেনি। যদিও একটি বিষয়ে দুজনেই একমত হন বলে জানা গিয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অটুট থাকা দরকার। এই উক্তি এর আগে অনেকবারই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিকেল ৫টা থেকে মন্দির বন্ধ হওয়ার কথা ছিল, তাই বিকেল ৪টের কিছু আগেই সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর মন্দিরে পুজো দিতে যাওয়ার আগেই ‘বাংলা নিবাস’-এর এই জমি দেখতে গিয়েছিলেন তিনি। পুরীতে গিয়ে বাঙালিরা যাতে হোটেল নিয়ে সমস্যায় না পড়েন সেই ভোগান্তি কমাতেই এই 'বাংলা নিবাস'-এর উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, টাকা কম আছে, তাই যথা সম্ভব চেষ্টা করে এই টাকার মধ্যেই নির্মাণকাজ করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৯৯ বছরের লিজে জমি দেবে ওড়িশা সরকার। 

Around The Web

Trending News

You May like