নয়াদিল্লি: ২০২১-এর ২ ডিসেম্বর৷ আটারি সীমান্তে জন্ম হয় ‘বর্ডার’-এর৷ পাক দম্পতি নিম্বু বাই ও বালম রামের কোল আলো করে আসে ফুটফুটে সন্তান৷ সীমান্তে জন্ম বলে তার বাবা-মা নাম রাখে বর্ডার৷ গত ৭১ দিন ধরে ৯৭ জন পাকিস্তানি নাগরিকের সঙ্গে আটারি সীমান্তে আটকে রয়েছেন বর্ডারের বাবা মা৷ সেখানকার অস্থায়ী ছাউনিই তাঁদের ঠিকানা৷ সেখানেই ভূমিষ্ঠ হয় বর্ডার৷
আরও পড়ুন- বিরোধীদের ‘সাঁড়াশি চাপ’, সংসদে নাগাল্যান্ড ইস্যুতে বিবৃতি দেবেন অমিত শাহ
নিম্বু বাই ও বালম রাম পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাজনপুর জেলার বাসিন্দা। আরও ৯৭ জন পাক নাগরিকের সঙ্গে তাঁরা ভারতে এসেছিলেন আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে৷ ভারতে এসে তীর্থযাত্রাও করেন তাঁরা৷ লকডাউনের আগেই তাঁরা ভারতে এসেছিলেন৷ কিন্তু সেখান থেকে আর ফেরা হয়নি৷ প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় তাঁদের সীমান্তেই আটকে রাখা হয়৷ এই দলে ৪৭টি শিশু রয়েছে বলেও স্থানীয় প্রশাসন সূত্রে খবর৷ এর মধ্য ৬ জনের জন্ম ভারতে৷ বর্ডারের আগে আরও এক পাক নাগরিকের সন্তানের জন্ম হয়েছে আটারি সীমান্তে৷ তার নাম রাখা হয়েছে ভারত৷
ভারত-পাকিস্তান সীমান্ত জন্ম হওয়ায় নিম্বু বাই ও বালম রান তাঁদের সন্তানের নাম দেন বর্ডার৷ ২ ডিসেম্বর সীমান্তের অস্থায়ী ছাউনিতেই প্রসব বেদনা ওঠে নিম্বু বাইয়ের৷ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে কয়েকজন মহিলা আটারি সীমান্তে এসে নিম্বু বাইকে সন্তান প্রসবে সাহায্য করেন। স্থানীয় সাহায্য কেন্দ্রগুলো থেকে চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়। সন্তানের জন্মের জন্য তাঁকে সব রকম সাহায্যও করা হয়৷
তবে তাঁদের সকলেরই ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে৷ পাক রেঞ্জার্সরা তাঁদের দেশে ফেরাতে নারাজ৷ ঠাঁই হয়নি ভারতেও৷ ফলে অস্থায়ী ক্যাম্পেই দিন কাটছে তাঁদের৷ স্থানীয় বাসিন্দারাই তাঁদের জামা-কাপড় দিয়ে সাহায্য করছেন৷ খাবার ও ওষুধও সরবরাহ করছে তাঁদের৷ কিন্তু এ ভাবে কতদিন? এই প্রশ্নই তাঁদের মনে ঘুরপাক খাচ্ছে৷