নয়াদিল্লি: নাগাল্যান্ডে যে ঘটনা ঘটেছে তা নিয়ে এখন উত্তাল গোটা দেশ এবং বিরোধীরা আক্রমণ করে চলেছে কেন্দ্রীয় সরকারকে। এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত সংসদের শীতকালীন অধিবেশন। কংগ্রেস সহ প্রত্যেক বিরোধী দল সরব হয়েছে এই ঘটনায়। ক্রমশ চাপ বাড়ছে কেন্দ্রের ওপরে। বিরোধীদের তরফে দাবি তোলা হয়েছিল যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ইস্যুতে বক্তব্য রাখেন। অবশেষে জানা গেল আজ বিকেলেই সংসদের দুই কক্ষে বিবৃতি পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিরোধীদের চাপের কারণেই বিবৃতি পেশ করতে চলেছেন তিনি।
সূত্রের খবর, আজ বিকেল তিনটে নাগাদ লোকসভা এবং চারটে নাগাদ রাজ্যসভায় বিবৃতি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নাগাল্যান্ডের যে ঘটনা ঘটিয়েছে তার প্রেক্ষিতে ইতিমধ্যেই কেন্দ্র নিহতদের পরিবার পিছু ১১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এবং পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে। অন্যদিকে রাজ্য সরকার ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে যে এই ঘটনা লঘু করা যাবে না তা এক প্রকার স্পষ্ট। তাই সংসদ উত্তাল হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতির জন্য অপেক্ষায় বিরোধী দল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আন্দাজ করতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আগামী রণকৌশল ঠিক করতে জরুরি আলোচনায় বসেছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, রাতের অন্ধকারে নাগাল্যান্ডের ওটিং গ্রাম থেকে একটি পিকআপ ভ্যানে চেপে ফিরছিলেন গ্রামবাসীরা। সন্ত্রাসবাদী ভেবে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। গ্রামবাসীদের কথায়, নিহত গ্রামবাসীরা খনি থেকে কাজ সেরে রাতে ঘরে ফিরছিলেন৷ ইতিমধ্যেই আধাসেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে নাগাল্যান্ড পুলিশ৷ এফআইআর-এ বলা হয়েছে, ‘স্থানীয় পুলিশের গাইড ছাড়াই অভিযান চালানো হয়েছে৷ স্থানীয়দের খুন ও আহত করাই নিরাপত্তাবাহিনীর উদ্দেশ্য ছিল৷’