পদ্মসম্মান ১০৬ জনকে, ঘোষিত হল পুরষ্কারের তালিকা

পদ্মসম্মান ১০৬ জনকে, ঘোষিত হল পুরষ্কারের তালিকা

নয়াদিল্লি: বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস, আর রীতি মেনে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবারের পদ্ম পুরষ্কারের তালিকা। এ বছর মোট ১০৬ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে। এদের মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৬ জন। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ৯ জন। আর পদ্মশ্রী দেওয়া হচ্ছে ৯১ জনকে।

আরও পড়ুন- তৃণমূল মুখপাত্রকে এবার গ্রেফতার করল ইডি! কী কারণ

পদ্মবিভূষণের তালিকায় নাম আছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের (মরণোত্তর)। এছাড়াও চিকিৎসক দিলীপ মহলানবিশ (মরণোত্তর), এবং স্থপতি বালকৃষ্ণ দোশি (মরণোত্তর) পাচ্ছেন এই সম্মান। পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে রয়েছে তবলিয়া জাকির হুসেনও। অন্যদিকে, পদ্মভূষণে সম্মানিত করা হচ্ছে লেখিকা তথা সমাজকর্মী সুধা মূর্তি, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা সহ ৯ জনকে।

এদিকে পদ্মশ্রী প্রাপকদের তালিকা বেশ লম্বা, আছে ৯১ টি নাম। যাদের মধ্যে কয়েকজন হলেন, সঙ্গীত পরিচালক এমএম কিরাবানি, অভিনেত্রী রবিনা টন্ডন, ঊষা বাড়লে, প্রেমজিত বড়িয়া সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eight =