হায়দরাবাদ: ভারতীয় রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষিতে হিন্দুত্ববাদ যে মাথা চারা দিয়ে উঠছে বারবার, বিভিন্ন প্রান্ত থেকে উঠেছে সেই অভিযোগ। কিন্তু ভারতীয় সংবিধান ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি দেয়। আর তাই হিন্দুত্ববাদের বিরুদ্ধে এই সংবিধানকেই এবার হাতিয়ার করার সিদ্ধান্ত নিলেন আসাদউদ্দিন ওয়াইসি।
আরও পড়ুন- উত্তরাখণ্ড বিপর্যয়: ভয়াবহ তুষার ধসে মৃত ১৪, নিখোঁজ ১৭০, নিশ্চিহ্ন তপোবন বাঁধ
সংবিধানকে সঙ্গে নিয়েই হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করবেন তাঁরা, এদিন এমনটাই জানালেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) তথা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এদিন এক দলীয় মিছিল থেকে তিনি জানান কংগ্রেসসহ সংসদের অন্যান্য বিরোধী দলগুলো শাসকদলকে ভয় পায়। কিন্তু সংবিধানের মাধ্যমেই হিন্দুত্ববাদের বিরোধিতা করা সম্ভব। নির্বাচনী আবহে মিম প্রধান ওয়াইসির এই বার্তা নিঃসন্দেহে রাজনৈতিক পরিস্থিতিতে যোগ করেছে নতুন উত্তাপ।
বস্তুত,গুজরাটের ছয় শহরে কিছুদিনের মধ্যেই হতে চলেছে পুরভোট। রবিবার তারই প্রচারে প্রধানমন্ত্রীর রাজ্যে গিয়েছিলেন আসাদউদ্দিন ওয়াইসি। এক মিছিল থেকে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “মিমকে সবাই রাজনৈতিক চক্রান্তকারীর তকমা দেয়। কিন্তু আমার মনে হয়, এই অভিযোগকারীরা নিজেরাই চক্রান্তকারী। তাঁরা চায় হিন্দু জাতীয়তাবাদের সঙ্গেই হিন্দু জাতীয়তাবাদের দ্বন্দ্ব বাঁধুক। কিন্তু আমরা হিন্দু জাতীয়তাবাদকে সংবিধানের সাহায্যে খন্ডন করতে চাই, ভারতীয় জাতীয়তাবাদের দ্বারা ভাঙতে চাই।”
আরও পড়ুন- জম্মু কাশ্মীরে উড়বে ১০০ ফুট উঁচু তেরঙ্গা! অভিনব উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর
এখানেই শেষ নয়, এরপর কংগ্রেসসহ বিরোধী দলগুলির বিরুদ্ধেও তোপ দাগেন মিম প্রধান। তিনি বলেন, “ওরা মোদী এবং আরএসএস (RSS)-কে ভয় পায়, কারণ ওরা ভগবানকে ভয় পায় না। শুধু নিজেদের জীবনকে ভালোবাসে। ওরা মরতে ভয় পায়। মিমের সদস্যরা ভগবান ছাড়া কাউকে ভয় পায় না।” গুজরাটে যদি বিরোধী দলগুলো ঠিকভাবে কাজ করতো তাহলে তাঁর দলকে ভোটে দাঁড়াতে হতো না বলেও জানিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি।
উল্লেখ্য আগামী ২১ ফেব্রুয়ারি গুজরাটের ৬টি শহরে পুরভোট অনুষ্ঠিত হবে। সেখানে আসাদউদ্দিন ওয়াইসির দল ভারতীয় ট্রাইবাল পার্টির (BTP) সঙ্গে জোট বেঁধেছে।