Aajbikel

এক পদ এক পেনশন, বকেয়া মেটানো নিয়ে সুপ্রিম ভর্ৎসনা কেন্দ্রকে

 | 
সুপ্রিম কোর্ট

 নয়াদিল্লি: এক পদ এক পেনশন (ওআরওপি) নিয়ে দীর্ঘ দিন ধরেই মামলা চলছে৷ এই নীতিতে প্রাক্তন সেনাকর্মীদের বকেয়া পেনশন মেটানো নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট৷ সরকারকে সতর্ক করে আদালতের হুঁশিয়ারি,  প্রতিরক্ষা মন্ত্রক যেন নিজের হাতে আইন তুলে না নেয়। 

আরও  পড়ুন- ‘যা করেছে সায়গল, আমি কিছু জানি না’, ইডি-র জেরায় ভোলবদল কেষ্টর


এর আগে গত ৯ জানুয়ারি শীর্ষ আদালত ওআরওপি-র বকেয়া প্রদানের জন্য ১৫ মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রকে৷ কিন্তু বছরের শুরুতেই গত ২০ জানুয়ারি মন্ত্রকের করফে এক বিবৃতিতে বলা হয়, চারটি বার্ষিক কিস্তিতে বকেয়া মেটানো হবে৷ সোমবার অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি শীর্ষ আদালতে বলেন, অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ওআরওপি বকেয়ার একটি কিস্তি মিটিয়ে দিয়েছে কেন্দ্র। বাকি কিস্তি মেটানোর জন্য আরও কিছুটা সময় লাগবে। এই বক্তব্য শোনার পরই তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ। 

২০ জানুয়ারি কেন্দ্রের বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছিল এক্স-সার্ভিসমেন মুভমেন্ট (আইইএসএম)। সেই আর্জির শুনানিতে আদালত অবিলম্বে কেন্দ্রকে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দেয়। বেঞ্চ সাফ জানায়, আগে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করুন, পরে বাড়তি সময়ের আবেদন নিয়ে ভাবা যাবে। কেন্দ্রের ওই বিজ্ঞপ্তি আদালতের নির্দেশের পরিপন্থী। আদালত আরও বলে, সরকার একতরফাভাবে চার দফায় ওআরওপি-র বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিতে পারে না। আদালতের নির্দেশ, এ ব্যাপারে কোন পদ্ধতি গ্রহণ করা হবে, প্রাপকদের কোন অংশকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অর্থ প্রদানের পরিমাণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে কেন্দ্রকে নোট তৈরি হবে৷  বেঞ্চ বলেছে, মামলা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত চার লক্ষেরও বেশি পেনশন হোল্ডারের মৃত্যু হয়েছে। 

Around The Web

Trending News

You May like