নরোভাইরাসের হদিশ মিলল ভারতে! গুরুতর অসুস্থ দুই ছাত্রী

নরোভাইরাসের হদিশ মিলল ভারতে! গুরুতর অসুস্থ দুই ছাত্রী

তিরুবন্তপুরম: এটাই হয়তো হওয়া বাকি ছিল। করোনা ভাইরাস নিয়ে চিন্তা কিছু কম ছিল না কারণ দিন দিন আরও নয়া প্রজাতির খবর মিলছিল। এর মাঝে আতঙ্ক বাড়িয়েছিল মাঙ্কিপক্স, টম্যাটো ফ্লু’র মতো রোগ। মাঙ্কিপক্স দেশে না প্রবেশ করলেও টম্যাটো ফ্লু’তে আক্রান্ত হওয়ার খবর ইতিমধ্যেই সামনে এসেছে। দক্ষিণের একাধিক রাজ্যে এই সংক্রমণ দেখা গিয়েছে। মূলত শিশুরাই আক্রান্ত হয়েছে। এখন আরও বেশি সংক্রামক এক ভাইরাসের হদিশ মিলল দেশে। তার নাম ‘নরোভাইরাস’। কেরলে এই হদিশ মিলেছে, আক্রান্ত দুই ছাত্রী।

আরও পড়ুন: রোগের নাম শোনেনি এমন দেশেও ‘মাঙ্কিপক্স’! প্রবল চিন্তায় WHO

খবর মিলেছে, কেরলের ভিজিঞ্জামে এই ভাইরাসের খোঁজ মিলেছে এবং মিড ডে মিল খাওয়ার পর দুই ছাত্রী অসুস্থ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। যদিও তিনি এও জানিয়েছেন, ওই দুই ছাত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। এছাড়াও গোটা পরিস্থিতির দিকে নজর দেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছে কেরল সরকার, এমন জানান হয়েছে প্রশাসনের তরফে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস মূলত ডাইরিয়ার রোটাভাইরাসের মতো। দূষিত জল এবং খাবার থেকেই এই রোগ ছড়ায়। তবে এটি করোনা ভাইরাসের থেকে বেশি সংক্রমণ ঘটাতে পারে। যদিও দাবি করা হচ্ছে, সাবধানতা অবলম্বন করলে এই ভাইরাস থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।

সরকারি সূত্রে জানা গিয়েছে, মিড ডে মিলের খাবার খেয়ে পেটে যন্ত্রণা শুরু হয় আট জন পড়ুয়ার। তারা সবাই খাবারে বিষক্রিয়ার অভিযোগ করেছিল। কিন্তু পরীক্ষাগারে ওই খাবারের নমুনা পাঠানোর পর পরীক্ষা করে দেখা যায় দুই ছাত্রীর নমুনায় নরোভাইরাস আছে। তাই মনে করা হচ্ছে, ওই খাবার থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল।       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + fifteen =