রোগের নাম শোনেনি এমন দেশেও ‘মাঙ্কিপক্স’! প্রবল চিন্তায় WHO

রোগের নাম শোনেনি এমন দেশেও ‘মাঙ্কিপক্স’! প্রবল চিন্তায় WHO

জেনেভা: করোনা ভাইরাস নিয়ে বিগত আড়াই বছর ধরে উদ্বেগ বহাল আছে। সংক্রমণ কমে যাওয়ার পরেও অনেকবার তা আবার হু হু করে বেড়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোভিড ঢেউয়ে এখনও জেরবার বিশ্ববাসী। এর মধ্যে আবার শুরু হয়েছে ‘মাঙ্কিপক্স’-এর উৎপাত। ব্যাপক চিন্তা ঘিরে ধরেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তাদের কারণ এমন দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে যে দেশের মানুষ এই রোগের নাম শোনেনি এর আগে।

আরও পড়ুন- ‘মহিলাদের মৃতদেহে পরিণত করেছে’, তালিবানি শাসনের বিরুদ্ধে ফের কড়া বার্তা মালালার

সর্ব প্রথম আফ্রিকায় হদিশ মিলেছিল এই রোগের তাও কয়েক সপ্তাহ আগে। কিন্তু আমেরিকা বা ইউরোপের সঙ্গে এই রোগের দূর দূর পর্যন্ত কোনও সংযোগ ছিল না। কেউ কেউ এই রোগের নাম শুনলেও এর উপসর্গ কী, কিংবা এই রোগে আক্রান্ত হলে কী হয় তা জানত না। কিন্তু এখন ক্রমেই এই সব জায়গায় বাড়ছে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ। কীভাবে সম্ভব হচ্ছে এটা বুঝে উঠতে পারছেন না বিজ্ঞানীরা। এমন এমন দেশে এই রোগ ছড়াচ্ছে যা নিয়ে আতঙ্ক ঘুম উড়েছে বিশেষজ্ঞদের। তাই এই রোগ নিয়ে আরও একবার বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা।

আপাতত কানাডা, স্পেন, জার্মানি, ব্রিটেন, সুইডেন, আমেরিকাতে এই রোগ দেখা গিয়েছে। আর এর আগে কখনও ‘মাঙ্কিপক্স’ হয়নি এমন দেশগুলি মিলিয়ে প্রায় ১৭০ জন আক্রান্ত! অবশ্যভাবে তাই চিন্তা বাড়ছে। যারা আক্রান্ত হয়েছেন তারা ছাড়াও মাঙ্কি পক্স হয়েছে বলে সন্দেহের তালিকায় রয়েছেন আরও ৮৭ জন। সংক্রমণ ছড়ানো নতুন দেশগুলির তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ইজরায়েল, মরোক্কো। করোনার মতো মাঙ্কি পক্সও একটি সংক্রামক অসুখ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর মাঙ্কি পক্সের মৃত্যুর হার অনেকটাই কম। কিন্তু করোনার মত মাঙ্কি পক্সেরও সংক্রমণ হার বেশি কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =