‘‘সেনার জন্য নন-বুলেটপ্রুফ গাড়ি, আর নিজের জন্য কোটি কোটি টাকার বিমান,’’ নমোকে খোঁচা রাহুলের

‘‘সেনার জন্য নন-বুলেটপ্রুফ গাড়ি, আর নিজের জন্য কোটি কোটি টাকার বিমান,’’ নমোকে খোঁচা রাহুলের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর জন্য কোটি কোটি টাকা খরচ করে বিশেষ বিমান কেনা হচ্ছে৷ অথচ সীমান্তে সেনা জওয়ানদের পাঠানো হচ্ছে ট্রাকে করে৷ শনিবার সকালে টুইট করে ফের প্রধানমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী৷ 

আরও পড়ুন- পুরোহিতকে পুড়িয়ে খুন, ভিন্নধর্মের মেয়ের সঙ্গে প্রেমের জেরে ছাত্রকে পিটিয়ে হত্যা

এদিন টুইট করে রাহুল বলেন, ‘‘আমাদের জওয়ানদের নন-বুলেটপ্রুফ ট্রাকে করে শহিদ হতে পাঠানো হচ্ছে৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ৮,৪০০ কোটি টাকা দিয়ে বিমান আনা হচ্ছে৷ এটা কি সঠিক বিচার?’’ এই টুইটের পাশাপাশি একটি ভিডিয়ো-ও শেয়ার করেন কেরলের ওয়ানাদের কংগ্রেস সাংসদ৷ দুই মিনিটের ওই ভিডিয়োতে দুই সেনা সেনা জওয়ানকে নন-বুলেটপ্রুফ ট্রাক নিয়ে আলোচনা করতে শোনা যায়৷ তাঁদের মধ্যে উর্দি পরা এক জওয়ানকে বলতে শোনা যায়, ‘‘আমরা এমন এক সময় নন-বুলেটপ্রুফ গাড়িতে সফর করছি যখন বুলেট প্রুফ গাড়িতেও মানুষ নিরাপদ থাকে না৷ ওঁরা আমাদের জীবন নিয়ে খেলছে৷ আমরা আমাদের জীবন নষ্ট করছি৷’’ তবে এই ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে, তা জানা যায়নি৷ ওই ভিডিয়োয় আরও এক জওয়ানকে বলতে শোনা যায়, ‘‘খুবই খারাপ বন্দোবস্ত করা হয়েছে৷ অসম্ভব খারাপ গাড়ি দেওয়া হয়েছে৷ সিনিয়ররা বুলেটপ্রুফ গাড়িতে যাচ্ছে আর আমাদের নন-বুলেটপ্রুফ গাড়িয়ে পাঠানো হচ্ছে৷’’  

এর পরই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী৷ তিনি বলেন, দেশের সুরক্ষায় যাঁরা প্রাণ দেন তাঁদের সুরক্ষিত রাখার বন্দ্যোবস্ত নেই কেন্দ্রের কাছে। সেনা ট্রাকে করে তাঁদের যাতায়াত করতে হচ্ছে৷ পুলওয়ামা হামলার পরেও শিক্ষা হয়নি মোদী সরকারের। এখনও বুলেট প্রুফ গাড়ি সেনা বহিনীর জন্য করে উঠতে পারেননি মোদী সরকার। 

আরও পড়ুন- নারী অপরাধে কোন ধারায় মামলা? রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

এদিকে মার্কিন প্রেসিডেন্টের বিমানের ধাঁচে তৈরি প্রধানমন্ত্রীর নতুন বিমান ভারতে আসার পর থেকেই সুর চড়াচ্ছেন রাহুল৷ কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, ‘‘একদিকে প্রধানমন্ত্রী মোদী ৮ হাজার কোটি টাকা খরচ করে দুটি বিমান কিনছেন। অন্যদিকে চিন আমাদের সীমান্তরেখায়। আমাদের সেনা ঠান্ডাকে উপেক্ষা করে তাদের হাত থেকে সীমান্ত রক্ষা করতে ব্যস্ত।’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =