নারী অপরাধে কোন ধারায় মামলা? রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

নারী অপরাধে কোন ধারায় মামলা? রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

 

নয়াদিল্লি:  নারীদের উপরে অপরাধের তদন্তে যেন কোনও গাফিলতি না হয়৷ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ তদন্তে গাফিলতি ধরা পড়লে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷ 

উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে উঠেছে প্রতিবাদ৷ পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন৷ দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার দাবিও জোরালো হয়েছে৷ এবার এই পরিস্থিতিতে শনিবার রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে সতর্কতা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ ধর্ষণ নিয়ে ব্যুর অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের নির্দেশিকা মেনে তদন্ত করতে বলেছে কেন্দ্রীয় সরকার৷ 

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, মহিলাদের যৌন হেনস্থা বা নারীদের উপর অপরাধের ক্ষেত্রে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে৷ ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করতে হবে৷ ফরেনসিক পরীক্ষার জন্য নুমনা সংগ্রহ করে যৌন হেনস্থার প্রমাণ ও মিডিক্যাল পরীক্ষা করাতে হবে৷ দু’মাসের মধ্যে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত শেষ করতে হবে৷ অপরাধীদের চিহ্নিত করার ব্যাপারে জাতীয় ডাটা ব্যবহার করার মতো প্রক্রিয়াগুলি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, মহিলাদের উপর যৌন হেনস্থার অভিযোগের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩২৬এ, ৩২৬বি, ৩৫৪, ৩৫৪বি, ৩৭০,৩৭০এ, ৩৭৬, ৩৭৬এ, ৩৭৬বি, ৩৭৬এবি, ৩৭৬সি, ৩৭৬ডি, ৩৭৬ডিএ, ৩৭৬ডিবি, ৩৭৬ই, ৫০৯ ধারায় মামলা রুজু করতে হবে৷ মৃত্যুর আগে কোনও ব্যক্তির দেওয়া মৌখিক বা লিখিত বয়ান, মৃত্যুর কারণ বা অন্য কোনও কিছু কেউ জানলে তা প্রাসঙ্গিক ধরতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =