শেষ ৬ মাসে চিন সীমান্তে কোনও অনুপ্রবেশ ঘটেছে? সংসদে নয়া তথ্য কেন্দ্রের

শেষ ৬ মাসে চিন সীমান্তে কোনও অনুপ্রবেশ ঘটেছে? সংসদে নয়া তথ্য কেন্দ্রের

 

নয়াদিল্লি: পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ক্রমাগত চড়ছে উত্তেজনার পারদ৷ একাধিকবার চিনা আগ্রাসনের খবর মিলেছে সীমান্তে৷ কিন্তু গত ছয় মাসে চিন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি৷ বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমনটাই জানানো হল৷ 

আরও পড়ুন-  স্কুলে শিক্ষিকা নেই, নিজের স্ত্রীকেই ক্লাস নিতে পাঠিয়ে নজির গড়লেন এই IAS অফিসার

পাকিস্তান ও চিন সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে কিনা, সে বিষয়ে জানতে চেয়েছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনিল আগরওয়াল৷ এই প্রশ্নের লিখিত জবাবে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ‘‘গত ফেব্রুয়ারি থেকে জুলাই  মাসের মধ্যে পাক সীমান্ত দিয়ে ৪৭ বার অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে৷ সবচেয়ে বেশি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে এপ্রিল মাসে৷ কিন্তু ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি৷’’ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার কঠোর অবস্থানই অনুপ্রবেশের পথে সবচেয়ে বড় বাধা বলেও কেন্দ্রের তরফে উল্লেখ করা হয়েছে৷ 

এদিকে মঙ্গলবার লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, অবৈধভাবে ভারতের ৩৮ হাজার বর্গ কিলোমিটার জায়গা দখল করে রেখেছেন চিন৷ তিনি আরও জানিয়েছিলেন, মে মাসের মাঝামাঝি বেশ কয়েকবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের চেষ্টা করেছিল চিন৷  কংকা লা, গোগরা এভং প্যাংগং লেকের উত্তর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় লাল ফৌজ৷ তবে সীমান্তে আমাদের সেনার দৃঢ় প্রত্যয় নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়৷ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, আমরা চাই আলোচনার মধ্যে দিয়ে তার সমাধান হোক৷’’ পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নির্ধারিত হয়েছিল, চিন তা মানছে না বলেও উল্লেখ করেন রাজনাথ৷ তবে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হল গত ছয় মাসে চিন সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি৷ 

আরও পড়ুন- আর নয় বিলাসিতা! ১ বছর মন্ত্রী-সাংসদদের বেতনে কোপ, বিল পাস লোকসভায়

গালওয়ান উপত্যকায় ভারত-চিন রক্তক্ষয়ী সংঘর্ষের পরও একইসুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি চিন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যপক বিতর্ক বাধে৷ তিনি মিথ্যে বলছেন বলে অভিযোগ তোলে কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 3 =