মোদী ঝড়ে বিহারের মসনদে এনডিএ জোট,  মহাজোটের রথ থামল ১১০-এ

মোদী ঝড়ে বিহারের মসনদে এনডিএ জোট,  মহাজোটের রথ থামল ১১০-এ

পাটনা: লাগাতার প্রচার, তিন দফা ভোট, ১৫ ঘণ্টা টানা গণনা এবং কারচুপির অভিযোগ ঘিরে টানটান উত্তেজনার পর অবশেষে ইতি পড়ল চিত্রনাট্যে৷ বুধবার সকালে বিহার বিধানসভা ভোটে জয়ী ঘোষণা করা হল এনডিএ জোটকে৷ তেজস্বী যাদবের নেতৃত্বে কড়া টক্কর দিলেও অবশেষে পরাজিত মহাগাটবন্ধন৷ বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে বিহারের মসনদে ফিরল এনডিএ জোট৷ তবে একক সংখ্যা গরিষ্ঠ দল আরজেডি৷ 

আরও পড়ুন- নাটকীয় গণনায় দিনের শেষে বৃহত্তম দল আরজেডি, এগিয়ে এনডিএ

এনডিএ জোটে বিজেপি একাই পেয়েছে ৭৪টি আসন৷ জেডিইউ পেয়েছে ৪৩টি আসন৷ আরও একবার মোদী ক্যারিশ্মায় বিহারে ছাইল গেরুয়া রং৷ ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১২২ এর ম্যাজিক ফিগার পেরিয়ে গেল এনডিএ শিবির৷ এনডিএ জিতেছে মোট ১২৫টি আসন৷ মহাগাটবন্ধনের রথ থেমেছে ১১০ এ৷ ৭০টি আসনে লড়াই করে কংগ্রেস জিতেছে মাত্র ১৯টি আসন৷ সেই তুলনায় অনেকটাই ভালো ফল করেছে বামেরা৷ অন্যদিকে, ভোটের আগে নীতিশ কুমারকে অস্বস্তিতে ফেললেও চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (এলজেপি) পেয়েছে মাত্র ১ টি আসন৷ সব মিলিয়ে অন্যান্য দল পেয়েছে ৮টি আসন৷ 

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভোর ৩টে নাগাদ ম্যাজিক ফিগারে পৌঁছে যায় জেডিইউ-বিজেপি জোট৷ বিজেপি একাই জেতে ৭৪টি আসনে৷ জেডিইউ-বিজেপি জোটে এখন তাই ‘বড় দাদা’ বিজেপি৷ অথচ গতবার ৭১টি আসন পেয়েছিল জেডিইউ৷ সেখান থেকে তারা নেমে এসেছে ৪৩ এ৷ অন্যদিকে, ৫৩ থেকে বেড়ে ৭৪-এ পৌঁছে গিয়েছে বিজেপি৷ এনডিএ জোট জিতলে নীতীশ কুমারই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী৷ এমনটাই কথা ছিল৷ তবে জেডিইউ-কে পিছনে ফেলে বিজেপি অনেকটা এগিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ কুমারের মুখ ফের দেখা যাবে কিনা, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে৷   

আরও পড়ুন- তবে কি কংগ্রেসের ব্যর্থতার মাশুল গুনছে তেজস্বীর মহাগাটবন্ধ?

এনডিএ জোটের থেকে গদি কাড়তে না পারলেও বিহারে ‘ফাস্ট বয়’ লালু প্রসাদের দল আরজেডি৷ তবে বিধানসভা ভোটে কার্যত একার ক্ষমতাতেই লড়ে গিয়েছেন লালু-পুত্র তেজস্বী যাদব৷ কোথাও বাবার নামে ভোট চাননি তিনি৷ আরজেডি সুপ্রিমো হয়ে নিজের তেজই দেখিয়েছেন তেজস্বী৷ তবে মহাগাটবন্ধ পিছিয়ে পড়ার পরই ভোটে কারচুপির অভিযোগ তোলেন লালু-পুত্র৷ তাঁদের অভিযোগ, ১১৯টি আসনে গণনা শেষে এগিয়েছিল মহাগাটবন্ধনের প্রার্থীরা৷ রিটার্নিং অফিসাররা শুভেচ্ছা জানানোর পর হঠাৎ করেই বদলে যায় ছবি৷ বলা হয় মহাজোটের প্রার্থীরা পরাজিত৷ এর পরই ভোট লুঠের অভিযোগ তোলেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + six =