Aajbikel

নাটকীয় গণনায় দিনের শেষে বৃহত্তম দল আরজেডি, এগিয়ে এনডিএ

 | 
নাটকীয় গণনায় দিনের শেষে বৃহত্তম দল আরজেডি, এগিয়ে এনডিএ

বীরেন ভট্টাচার্য: রাত হোগা, বাত হোগা, এমন কথাই হয়তো চুপিসারে দলীয় নেতাকর্মীদের বলে যাচ্ছেন লালু প্রসাদের ছেলে তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। রুদ্ধসার চিত্রনাট্যের অসামান্য অভিনয় যেন ফুটে উঠছে বিহারের ভোট ময়দানে। সূর্যের অবস্থানের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে ভোটের ফলাফল। দিনের শুরুতে এগিয়ে থাকার পরেও পিছিয়ে গেল মহাগটবন্ধন, বৃহত্তম দল হিসেবে উঠে আসছিল বিজেপি, সময়ের সঙ্গে সঙ্গে হাসি চওড়া হচ্ছিল বিজেপি নেতাদের মুখে., তবে সন্ধ্যা নামতেই ছবির বদল। বিহারে বৃহত্তম দল আরজেডি, তবে এগিয়ে এনডিএ।

২৪৩ বিধানসভা আসনের বিহার নির্বাচনে এই মুহুর্তে ১২৩টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ, মহাগটবন্ধন ১১৩ আসনে এগিয়ে। তারমধ্যে ৭৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৪০টি আসনে জেডিইউ এবং ৭৫টি আসনে এগিয়ে রয়েছে লালুপ্রসাদের দল তথা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি। কংগ্রেস ২০টি এবং ১১টি আসনে সিপিআইএম(এমএল) এগিয়ে রয়েছে। কোভিড প্রটোকল মেনে চলার কারণে এবারে ভোট গণনা যে বিলম্বিত হবে, তা আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তার কারণ, প্রায় অর্ধেক করা দেওয়া হয়েছে গণনা কেন্দ্র, বাড়ানো হয়েছে পোস্টাল ব্যালটের সংখ্যা, ফলে গণনার রাউন্ড বেড়েছে। তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে বোট গণনা করার নির্দেশ দেওয়া হয়েছে ভোটকর্মীদের এবং মধ্যরাতে হবে ফলাফল ঘোষণা এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

প্রায় ৫০ শতাংশের কাছাকাছি গণনা হয়েছে এখনও পর্যন্ত, এনডিএ এগিয়ে থাকায় পটনায় বিজেপির সদর দফতরে উৎসবের ছোঁয়া লেগেছে পাশাপাশি দিল্লিতে দলের সদর দফতরে উৎসবের প্রস্তুতি পর্ব চলছে, যদিও সুর অনেকটা নরম। এবার হয়তো দলীয় সদর দফতরে উৎসবে সামিল নাও থাকতে পারেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদি, খবর বিজেপি সূত্রে। তবে এবারের বিধানসভা নির্বাচনে খারাপ ফল হতে চলেছে জেডিইউ নেতা নীতীশ কুমারের। সকালে প্রাথমিক পূর্বাভাস দেখার পরেই দলের হার স্বীকার করে নিয়ে বিহারের বিদায়ী শাসকদল জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেন, ভোটের ফলাফলের জন্য তেজস্বী যাদব নন, করোনা ভাইরাস দায়ী। পাশাপাশি চিরাগ পাশোয়ান যে ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাও স্বীকার করে নিয়েছেন কেসি ত্যাগী।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রঘুপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদব, ইমামগঞ্জে এগিয়ে হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতন রাম মান্ঝি, হাসানপুরে এগিয়ে তেজপ্রতাপ যাদব। বিহারীগঞ্জে পিছিয়ে শরদ যাদবের কন্যা তথা কংগ্রেস প্রার্থী সুভাষিণী শরদ যাদব, মোকামায় এগিয়ে আরজেডির অনন্ত কুমার সিং, জামুই কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রেয়শী সিং এগিয়ে রয়েছেন। বাঁকিপুরে কংগ্রেস প্রার্থী লব সিনহা পিছিয়ে রয়েছেন। পাটনা সাহিব কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রবীণ সিং কুশওয়াহাকে পিছনে ফেলে দিয়েছেন বিজেপির নন্দ কিশোর যাদব।

Around The Web

Trending News

You May like