দাম কমল বাণিজ্যিক গ্যাসের, বাড়ল বিমানের জ্বালানির দাম

দাম কমল বাণিজ্যিক গ্যাসের, বাড়ল বিমানের জ্বালানির দাম

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটের আগে হেঁশেলে সুখবর৷ দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের৷ কলকাতায় বাণিজ্যির গ্যাসের দাম কমল ৮৯ টাকা৷ তবে বাজেটের আগে দাম বাড়ল বিমানে ব্যবহৃত জ্বালানির৷ দাম বাড়ল ৮.৫ শতাংশ৷  আজ ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ 

আরও পড়ুন- #Budget 2022: চালু হবে ‘এক স্টেশন, এক দ্রব্য’, কৃষিক্ষেত্রে প্রযুক্তির কথা বললেন নির্মলা

এদিন অর্থমন্ত্রী বলেন, “বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট। ৭৫ থেকে আমরা স্বাধীনতার ১০০ বছরে কী করব তাঁর নীলনকশা তৈরি করা হয়েছে৷ আগামী ১০০ বছর কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন৷ শেয়ার বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও। রেলে পিপিপি মডেলকে আরও উৎসাহ দেওয়া হবে।এছাড়াও পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। ২০২৩ আর্থিক বছরে ২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক প্রসারিত করা হবে। তিনি বলেন, আমরা সাধারণের ক্ষমতায়নে বিশ্বাস করি৷ ৩ কোটি ৮০ লক্ষ পরিবারকে কলের জল পৌঁছে দেওয়া হয়েছে৷ দেওয়া হয়েছে রান্নার গ্যাস, বিদ্যুৎ৷ 

এছাড়াও আগামী তিন বছরে ৪০০ টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। ১ হাজার প্রধানমন্ত্রী গতিশক্তি কার্গো টার্মিনাল গড়ে তোলা হবে। এদিন অবশ্য বাজেট পেশের শুরুতেই তিনি দাবি করেছিলেন যে, দেশের অর্থনীতি একটা ভাল বৃদ্ধিহার পেয়েছে ৯.২ শতাংশ, যা বড় অর্থনীতিগুলির মধ্যে সবথেকে বেশি। 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

BUDGET 2022: শুরুতেই কোভিড মনে করালেন অর্থমন্ত্রী, বললেন অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে

BUDGET 2022: শুরুতেই কোভিড মনে করালেন অর্থমন্ত্রী, বললেন অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে চার নম্বর বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে আজ পেপারলেস বাজেট পেশ করছেন তিনি। এদিন বাজেট বক্তব্যের শুরুতেই তিনি তাদের কষ্টের কথা বলেন যারা করোনা পরিস্থিতির জন্য সমস্যার মধ্যে পড়েছেন। তারপরেই তিনি জানান যে, দেশের অর্থনীতি একটা ভাল বৃদ্ধিহার পেয়েছে ৯.২ শতাংশ, যা বড় অর্থনীতিগুলির মধ্যে সবথেকে বেশি। পাশাপাশি তিনি আরও জানান, ভারতের অর্থনীতি ধীর ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বাজেট পেশের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, শীঘ্রই বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও। আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে। তাঁর কথায়, দরিদ্র মানুষদের সাহায্যই মূল লক্ষ্য সরকারের।   

আজ তিনি বলেন,  ২০১৪ সাল থেকে তাদের সরকারের মূল লক্ষ্য ছিল মানুষের ক্ষমতায়ন। বিশেষত গরিব মানুষদের উপর জোর দেওয়া হয়েছে। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, এই বাজেটে লাভবান হবেন মহিলা, তফসিলি জাতি, উপজাতিভুক্ত মানুষরা। বিনিয়োগের মাধ্যমে স্বাধীনতার ১০০ বছরে দেশকে শক্তিশালী করে তোলা হবে। এছাড়াও কৃষক এবং ছোটো ব্যবসায়ীদের জন্য নয়া প্রকল্প চালুর কথাও ঘোষণা করেন তিনি। মূলত করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশের আর্থিক অবস্থা টালমাটাল হয়েছে। মূল্যবৃদ্ধি মাথাচাড়া তো দিয়েইছে, আবার আর্থিক সমীক্ষাতেও বলা হয়েছে, মূল্যবৃদ্ধি আগামী দিনে চিন্তার কারণ। খাদ্যপন্যের দাম কমছে না, জ্বালানির দামে বৃদ্ধি ক্রমাগত, অন্যদিকে, কোভিড আবহে নতুন করে দেশে ব্যবসা-বাণিজ্যে ফের বাধা আসবে কিনা, সেটাই প্রশ্নের। সব মিলিয়ে একটা কঠিন সময়ের মধ্যেই বাজেট পেশ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *