নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটের আগে হেঁশেলে সুখবর৷ দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের৷ কলকাতায় বাণিজ্যির গ্যাসের দাম কমল ৮৯ টাকা৷ তবে বাজেটের আগে দাম বাড়ল বিমানে ব্যবহৃত জ্বালানির৷ দাম বাড়ল ৮.৫ শতাংশ৷ আজ ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷
আরও পড়ুন- #Budget 2022: চালু হবে ‘এক স্টেশন, এক দ্রব্য’, কৃষিক্ষেত্রে প্রযুক্তির কথা বললেন নির্মলা
এদিন অর্থমন্ত্রী বলেন, “বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট। ৭৫ থেকে আমরা স্বাধীনতার ১০০ বছরে কী করব তাঁর নীলনকশা তৈরি করা হয়েছে৷ আগামী ১০০ বছর কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন৷ শেয়ার বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও। রেলে পিপিপি মডেলকে আরও উৎসাহ দেওয়া হবে।এছাড়াও পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। ২০২৩ আর্থিক বছরে ২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক প্রসারিত করা হবে। তিনি বলেন, আমরা সাধারণের ক্ষমতায়নে বিশ্বাস করি৷ ৩ কোটি ৮০ লক্ষ পরিবারকে কলের জল পৌঁছে দেওয়া হয়েছে৷ দেওয়া হয়েছে রান্নার গ্যাস, বিদ্যুৎ৷
এছাড়াও আগামী তিন বছরে ৪০০ টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। ১ হাজার প্রধানমন্ত্রী গতিশক্তি কার্গো টার্মিনাল গড়ে তোলা হবে। এদিন অবশ্য বাজেট পেশের শুরুতেই তিনি দাবি করেছিলেন যে, দেশের অর্থনীতি একটা ভাল বৃদ্ধিহার পেয়েছে ৯.২ শতাংশ, যা বড় অর্থনীতিগুলির মধ্যে সবথেকে বেশি।