নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে চার নম্বর বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে আজ পেপারলেস বাজেট পেশ করছেন তিনি। এদিন বাজেট বক্তব্যের শুরুতেই তিনি তাদের কষ্টের কথা বলেন যারা করোনা পরিস্থিতির জন্য সমস্যার মধ্যে পড়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, কৃষক এবং ছোটো ব্যবসায়ীদের জন্য নয়া প্রকল্প চালু হবে। তা হল ‘এক স্টেশন, এক দ্রব্য’। অর্থমন্ত্রীর জানান, কৃষক এবং ছোটো ব্যবসায়ীদের সাহায্যের জন্য রেল এবং ডাক বিভাগ কাজ করবে।
বাজেট পেশ করে তিনি আরও বলেন, তৈলবীজের আমদানি কম করতে দেশে উৎপাদনের ওপর জোর দেওয়া হবে। এদিকে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা হবে। এছাড়াও জৈবকৃষির জন্য কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন নির্মলা। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে সার দেওয়া হবে এবং কৃষির জন্য স্টার্ট-আপ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আরও সংযোজন, আগামী তিন বছরে ৪০০ টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। ১ হাজার প্রধানমন্ত্রী গতিশক্তি কার্গো টার্মিনাল গড়ে তোলা হবে। এদিন অবশ্য বাজেট পেশের শুরুতেই তিনি দাবি করেছিলেন যে, দেশের অর্থনীতি একটা ভাল বৃদ্ধিহার পেয়েছে ৯.২ শতাংশ, যা বড় অর্থনীতিগুলির মধ্যে সবথেকে বেশি। পাশাপাশি তিনি আরও জানান, ভারতের অর্থনীতি ধীর ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বাজেট পেশের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, শীঘ্রই বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও। আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে। তাঁর কথায়, দরিদ্র মানুষদের সাহায্যই মূল লক্ষ্য সরকারের।