করোনার থেকে ভয়ঙ্কর হতে পারে নিপা! অশনি সংকেত গবেষকদের

করোনার থেকে ভয়ঙ্কর হতে পারে নিপা! অশনি সংকেত গবেষকদের

নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগের শেষ নেই, এখন আবার দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। তবে এরই মাঝে মাথা চাড়া দিয়ে উঠছে নিপা ভাইরাস আতঙ্ক। গবেষকদের একাংশ আবার অশনি সংকেত দিয়ে বলেছে, আগামী দিনে করোনা ভাইরাস সংক্রমণের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নিপা ভাইরাস সংক্রমণ। কাজেই এখন থেকে আরও সচেতন হতে হবে সাধারণ মানুষকে। ইতিমধ্যে কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক বেড়ে গিয়েছে অনেক গুণ কারণ সম্প্রতি এক বালকের মৃত্যু হয়েছে। সেই কারণেই আগাম সতর্কতা দিয়ে গবেষকদের তরফ থেকে জানানো হচ্ছে, নিয়ন্ত্রণে না থাকলে আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে নিপা ভাইরাস।

আরও পড়ুন- ১৭৩টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

করোনা ভাইরাস সংক্রমণে ইতিমধ্যেই দেশের শীর্ষে রয়েছে কেরল। দেশের মোট সংক্রমণের সিংহভাগ এই রাজ্যের। তার মধ্যে আবার সেখানেই নিপা ভাইরাস আতঙ্ক। সব মিলিয়ে কেরল নিয়ে রাজ্য প্রশাসন তো বটেই কেন্দ্রীয় সরকারও ব্যাপক চিন্তিত। আর সম্প্রতি এক বারো বছরের বালকের মৃত্যু হওয়ায় নিপা ভাইরাস নিয়ে আরো বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেরল রাজ্যের বেশ কয়েকটি জেলায় এখন থেকেই সর্তকতা জারি করা হয়েছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুকেও। গবেষকদের যে কথায় সব থেকে বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে তা হল, নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুহার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে! এখানেই করেনা ভাইরাস সংক্রমণের থেকে নিপার সবথেকে বড় তফাৎ। এছাড়াও আরও ভয়ঙ্কর তথ্য হল, এই ভাইরাস খুব সহজেই পশুর থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। 

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ২২২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪২ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লক্ষ ২৪ হাজার ৯৩৭ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =