তৈরি হিটলিস্ট, বিশেষ বাহিনী! নতুন নাশকতার ছক কষছে দাউদ

তৈরি হিটলিস্ট, বিশেষ বাহিনী! নতুন নাশকতার ছক কষছে দাউদ

নয়াদিল্লি: দাউদ ইব্রাহিমকে বাগে পেতে আবার তৎপর হয়ে উঠেছে ভারতের গোয়েন্দারা। কিছুদিন আগেই তার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় মুম্বই এবং সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার দাউদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে তদন্তে নেমেছে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনআইএ। সেই তদন্তে নেমেই এবার চাঞ্চল্যকর তথ্য হাতে পেল তারা। জানা গিয়েছে, নতুন করে নাশকতার ছক কষছে ‘আন্ডারওয়ার্ল্ড ডন’। যার জন্য তৈরি করেছে হিটলিস্ট এবং বিশেষ বাহিনী।

আরও পড়ুন- ১২-১৮ বছর বয়সীদের জন্য করবিভ্যাক্স-এর সুপারিশ, ছাড়পত্র পেলে সস্তাতেই মিলবে টিকা

গোয়েন্দা সূত্রে খবর, ভারতের বিভিন্ন শহরে নাশকতার ছক কষা হয়েছে এবং সেই জন্যই বিশেষ বাহিনী তৈরি করেছে দাউদ ইব্রাহিম। এছাড়াও দেশের প্রথমসারির রাজনীতিবিদ ও শিল্পপতির নাম দিয়ে তৈরি করা হয়েছে একটি হিটলিস্ট। দেশের সব বড় শহর দাউদের নিশানায় রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে কিন্তু সবথেকে বেশি ভয় রয়েছে দিল্লি ও মুম্বইকে নিয়ে। এই দুই শহরে সবথেকে বেশি হামলা হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছে গোয়েন্দাদের একাংশ। একই সঙ্গে হিটলিস্ট অনুযায়ী ব্যক্তিদের নিশানা করা হবে বলে অনুমান করছে তারা। তবে এই হিটলিস্টে কারা কারা রয়েছে বা তাদের প্রাণহানির আশঙ্কা বেশি না লুঠ করার সেই ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বইয়ে যে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার মূল পাণ্ডা ছিল এই দাউদ ইব্রাহিম। তখন থেকেই দাউদকে পাকড়াও করার কাজ করে গিয়েছে গোয়েন্দারা, কিন্তু এখনও সফল হয়নি।

প্রসঙ্গত, দাউদের বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলায় তৎপর হয়ে ইডি মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে ৫০টি জাগায় হানা দিয়েছে সম্প্রতি। দাউদের প্রয়াত বোন হাসিনা পার্কারের বাড়িতেও হানা দেয় তারা। চলতি মাসের শুরুতেই দাউদ ঘনিষ্ঠ আবু বকরকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে গ্রেফতার করে নিরাপত্তা সংস্থা। ২৯ বছর তার খোঁজ চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। বকরকে হাজতে নেওয়ার পরেই দাউদের আর্থিক তছরুপ মামলার তদন্তে তৎপর হয়ে ওঠে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =