কলকাতা: ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য বায়োলজিকাল-ই-র কোভিড ভ্যাকসিন করবিভ্যাক্সের জরুরি ব্যবহারে অনুমোদনের সুপারিশ করা হল৷ এই সুপারিশ করেছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি। ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন মিললেই ব্যবহার করা যাবে হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা এই ভ্যাকসিন৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই ভ্যাকসিন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য।
আরও পড়ুন- অস্বস্তি বাড়িয়ে বঙ্গ BJP-র বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক লকেটের, বাড়ছে জল্পনা
প্রসসঙ্গত, কেন্দ্রীয় সরকার যখন ১৫ বছরের নীচে শিশুদের ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি, ঠিক সেই সময়েই এই সুপারিশ এল ডিসিজিআই-এর বিশেষজ্ঞ কমিটির কাছ থেকে৷ এর আগে ২০ জানুয়ারি ন্যাশনাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশনের ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডঃ এনকে অরোরা জানিয়েছিলেন, মার্চ মাস থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু করা হবে। সেই ঘোষণা অনুযায়ী এবার হয়তো ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া শুরু হতে চলেছে।
১২ থেকে ১৮ বছর বসয়ীদের উপর কর্বিভ্যাক্স প্রয়োগ করা যাবে কিনা, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ডিসিজিআই৷ বিশেষজ্ঞ কমিটির সুপারিশ খতিয়ে দেখে তারা সবুজ সংকেত দেবে৷ কোভিড-১৯ প্রতিরোধে আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন এটি। ট্যাক্স ছাড়া মাত্র প্রতি ডোজ কর্বেভ্যাক্সের দাম হবে মাত্র ১৪৫ টাকা।
উল্লেখ্য, ডিসিজিআই ইতিমধ্যেই প্রাপ্তবয়স্কদের জন্য করবিভ্যাক্স ব্যবহারে অনুমোদন দিয়েছে। গত ২৮ ডিসেম্বর জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের এই ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়। তবে এতদিন এই ভ্যাকসিন ব্যবহার করা হয়নি। সম্ভবত এবার অ-প্রাপ্তবয়স্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে।