আগরতলা: ১৫ সেপ্টেম্বর ত্রিপুরায় পদযাত্রার অনুমতি পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই দিন, একই রুটে, একই সময়ে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় সেই অনুমতি দেয়নি পুলিশ। এর পর ১৬ তারিখ অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু সেইদিনও মেলেনি। বিশ্বকর্মা পুজোর কথা বলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল। এবার আরও একটি নতুন দিন ঘোষণা করে ত্রিপুরা পুলিশের কাছে অনুমতি চেয়ে ফের চিঠি দিল তৃণমূল কংগ্রেস। আগামী ২২ সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ‘গোমাতা’র পুজো দিয়ে বিতর্কে গুজরাতের নয়া মুখ্যমন্ত্রী
১৫ তারিখ রবীন্দ্র ভবন থেকে চৌমোহিনী পর্যন্ত পদযাত্রা করার কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু পুলিশ অন্য রাজনৈতিক দলের কর্মসূচির কথা বলে তৃণমূলের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। আবার এটাও বলা হয় নিয়ম অনুসারে ৭২ ঘণ্টা আগে পুলিশের কাছে লিখিত ভাবে অনুমতি চাইতে হয়৷ জানালে হয় মিছিলে কত জন থাকবেন, কোন পথে মিছিল হবে৷ তৃণমূলের তরফে সেই নিয়ম মানা হয়নি৷ এর পর তৃণমূলের তরফে ১৬ তারিখ পদযাত্রা করার অনমুতি চাওয়া হয়৷ সেটাও মেনে নেয়নি ত্রিপুরা পুলিশ। তাই এবার আরও একবার তাঁদের চিঠি দিল তৃণমূল কংগ্রেস, একেবারে নতুন দিন ঘোষণা করে। মনে করা হচ্ছে, এইভাবে ত্রিপুরা পুলিশের ওপরেও চাপ সৃষ্টি করতে চাইছে বাংলার শাসক দল। যদিও এবারও অনুমতি মিলবে কিনা তা স্পষ্ট নয়। আবার পুলিশ অনুমতি না দিলে তা কীসের ভিত্তিতে দেবে না, সেটাও দেখতে হবে।
আরও পড়ুন- যোগী সরকারের বিজ্ঞাপনে ‘মা’ উড়ালপুল, RTI তৃণমূলের
প্রসঙ্গত, এই মিছিলের অনুমতি না মেলা প্রসঙ্গে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, বিজেপি ভয় পেয়েছে৷ বিপ্লব দেব তাঁর সমস্ত শক্তি দিয়ে তাঁকে আটকানোর চেষ্টা করছে৷ চেষ্টা করা ভালো৷ কিন্তু তাঁকে আটকানো যাবে না৷ বিপ্লব দেবের সরকারের আর কয়েকটা দিন পড়ে আছে মাত্র৷ বিজেপিকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, ইয়ে ডর হামে আচ্ছা লাগা!