নয়াদিল্লি: সম্পত্তির পরিমাণ অনেকটা বাড়ায় আরও ধনী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছর তাঁর সম্পত্তি ২২ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। গতবছর প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লক্ষ টাকা। এবছর সম্পত্তির মূল্য বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৬৮ হাজার ৮৮৫ টাকা। অর্থাৎ ১ বছরের মধ্যেই আরও একটু ‘বড়লোক’ হয়ে গেলেন বিজেপির সবচেয়ে শীর্ষ স্থানীয় নেতা।
আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামা নিয়ে ভর্ৎসনা হাইকোর্টের
তথ্য বলছে, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাঙ্ক অ্যাঙ্কাউন্টে রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৪৮০ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৩৬ হাজার ৯০০ টাকা। এদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ব্রাঞ্চে তাঁর ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১ কোটি ৮৩ লক্ষ টাকা। গত বছর এর পরিমাণ ছিল ১ কোটি ৬ লক্ষ টাকা। এই ফিক্সড ডিপোজিটের সুদের কারণেই এক লাফে এত সম্পত্তি বেড়েছে মোদীর। আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সঞ্চিত রয়েছে ৮ লক্ষ ৯৩ হাজার ২৫১ টাকা। আবার লাইফ ইন্স্যুরেন্সে সঞ্চিত রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ১ কোটি ১ লক্ষ টাকার একটি বাড়ি রয়েছে তাঁর, রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৩৩১ টাকার মূল্যের চারটি সোনার আংটি। উল্লেখ্য, এই হিসেব ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত।
আরও পড়ুন- খরচ কোটিতে! উপনির্বাচনের ব্যয় নিয়ে আদালতে প্রশ্নের মুখে কমিশন
তবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় সবচেয়ে ধনী মন্ত্রী তিনি নিজে নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত যে হিসেব তাতে তাঁর সম্পত্তির বর্তমান পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯১ লক্ষ ৫০ হাজার ৫৮০ টাকা। এমনকি গত এক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৯ কোটি ২৮ লক্ষ টাকা। জানা গিয়েছে, অমিত শাহের নিজস্ব এবং মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি মিলিয়ে রয়েছে ১৩. কোটি ৫৬ লক্ষ টাকা। শুধু অমিত শাহের নিজস্ব সম্পত্তির বাজার মূল্য ৫ কোটি ৭১ লক্ষ ৮ হাজার ৫৯৩ টাকা।