মধ্যরাতে বারাণসী স্টেশনে মোদী! ঠান্ডা উপেক্ষা করেই চলল পরিদর্শন

মধ্যরাতে বারাণসী স্টেশনে মোদী! ঠান্ডা উপেক্ষা করেই চলল পরিদর্শন

কলকাতা:  ঘড়িতে তখন রাত ১ টা ১৩৷ হঠাৎ বারাণসী স্টেশনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গায়ে কালো কোট আর গলায় মাফলার৷ সঙ্গী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তবে শুধু বারাণসী স্টেশনই নয়, তার আগে তিনি যান কাশি বিশ্বনাথ মন্দিরেও৷ 

আরও পড়ুন- ফের গোয়ায় চমক! মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী

modi

বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ তার আগে জোর কদমে প্রচারে নেমেছে বিজেপি৷ ভোটের প্রচারে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পৌঁছে যান প্রধানমন্ত্রী৷ যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে সোমবার সকাল থেকে কাশীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখেন তিনি৷ নতুন করে সেজে ওঠা কাশী বিশ্বনাথ মন্দিরের করিডরও উদ্বোধন করেন৷  আর রাতে চলে আসেন বারাণসী স্টেশনে৷ ডিজিটাল ঘড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন নমো৷ ঘড়িতে তখন ১টা বেজে ১৩ মিনিট৷ বারাণসী স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখেন ৷ রাতে একটি টুইটও করেছিলেন মোদী৷ তিনি সেখানে লেখেন, ‘পরবর্তী গন্তব্য বারাণসী স্টেশন৷ রেল যোগাযোগ বৃদ্ধি এবং আধুনিক পরেষাবার সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য রেল স্টেশন গড়ে তোলার বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছি আমরা।’

সোমবার প্রথমে কাল ভৈরব মন্দিরে পুজো দেন মোদী৷ তার পর খিরকিয়া ঘাট থেকে দোতলা বোটে ললিতা ঘাটে পৌঁছন৷ সেখানে গেরুয়া বসন পরে গঙ্গায় ডুব দেন নমো৷ স্নান সেরে সূর্য আরাধনা করেন৷ এর পর কলসে করে জলও ভরে মন্দিরে পুজো করেন৷

আজও বারাণসীতে গুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। সকালে ফের তিনি বিশ্বনাথ মন্দিরে যাবেন।  বেলা সাড়ে তিনটে নাগাদ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে বিজেপি শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের কাজের খতিয়ান তুলে ধরবেন নমোর সামনে৷ জানা গিয়েছে, সেই রিপোর্ট কার্ড পর্যালোচনা করে দেখবেন খোদ প্রধানমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *