ফের গোয়ায় চমক! মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী

ফের গোয়ায় চমক! মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী

পানাজি: ফের গোয়ায় চমক৷ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল৷ 

আরও পড়ুন- ৮ হাজারের নীচেই থাকল সংক্রমণ, দেশের দৈনিক মৃত্যুও কম

২০২২-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমুদ্র ঘেরা ক্ষুদ্র রাজ্যের রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাংলার শাসকদল৷ ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে৷ তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস জগতের নক্ষত্র লিয়েন্ডার পেজ এবং কংগ্রেস নেত্রী নাসিফা আলি৷ গোয়ায় তৃণমূলের শক্তি বাড়িয়ে এবার দলে যোগ দিলেন চার্চিল৷ বলে রাখা ভালো, দাপুটে নেতা চার্চিলের প্রভাব গোয়ার রাজনীতিতে যথেষ্ট৷ আর এই প্রভাবকেই বিধানসভা ভোটে কাজে লাগানোর কৌশল নেবে তৃণমূল৷ 

প্রসঙ্গত, আমেলাও চার্চিলের সঙ্গে তৃণমূলের সম্পর্ক বেশ পুরনো৷ কারণ এর আগেও তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ সে বার মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে অভিষেক হয়েছিল তাঁর৷ ২০১৪ সালে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন৷ কিন্তু ভোটে পরাজিত হওয়ার পর তৃণমূল ছেড়ে যোগেন এনসিপি’তে৷ ’২২ এর বিধানসভা ভোটের আগে ফের ফিরলেন তৃণমূলে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই জার্সি বদল করেন তিনি৷  

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল এনসিপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরেই তিনি জার্সি বদল করবেন বলেও কানাঘুষো চলছিল৷ এদিন সব জল্পনার অবসান ঘটল৷ লুইজিনহো ফেলেইরোর পর গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিলের তৃণমূলে যোগদানকে রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ বিধানসভা নির্বাচনে ফের সম্মুখ সমরে নামবে তৃণমূল-বিজেপি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =