Aajbikel

‘আমার একমাত্র ভুল সিএ হওয়া’, আক্ষেপ কেষ্টর হিসাবরক্ষক মণীশের, স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী

 | 
মনীশ

নয়াদিল্লি: টানা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট জিরেক্টরেট (ইডি)। মণীশের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করে মণীশকে ৬ দিনের ইডি হেফাজতে পাঠান বিচারক। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে বেরোনোর পরেই মণীশকে জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেলেন তাঁর স্ত্রী। সেই সময় চোখে জল চলে আসে মণীশেরও৷ ধরা গলায় বলেন, ‘‘আমি কিছু করিনি। কোনও ভুল করিনি। আমার একমাত্র ভুল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হওয়া।’’

আরও পড়ুন- চিংড়িহাটায় STF-এর হানা, ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষাধিক টাকা–মাদক


মণীশ নিজেকে নির্দোশ বলে দাবি জানালেও, আদালতে ইডি-র অভিযোগ, বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতের হয়ে তাঁর হিসাব রক্ষকই গরু পাচারের কালো টাকা সাদা করতেন৷ ইডি-র আইনজীবী নীতেশ রাণা রাউস অ্যাভিনিউ কোর্টে বলেন, অনুব্রত জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন, তাঁর টাকা-সম্পত্তি কোথায় কী ভাবে কাজে লাগানো হয়েছে, সব কিছু মণীশ জানেন। তিনিই গরু পাচারের টাকা নয়ছয় করেছেন। 

দিল্লিতে ইডি-র সদর দফতরে দিনভর জিজ্ঞাসাবাদের পরে মঙ্গলবার সন্ধ্যায় মণীশকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলের৷ কিন্তু মণীশের গ্রেফতারির পরেই সমন এড়ান কেষ্ট-কন্যা। আইনজীবী মারফৎ ইমেল পাঠিয়ে শারীরিক অসুস্থতার কথা জানান তিনি৷ শারীরিক অসুস্থতার ওজরে তলব এড়ালেও, কয়েক দিনের মধ্যে ফের তাঁকে সমন পাঠানো হবে বলে ইডি সূত্রের খবর।

২১ মার্চ পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এর মধ্যে বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আসানসোল থেকে কলকাতায় আসার পথে শক্তিগড়ের রেস্তরাঁয় অনুব্রতর টেবিলে বসা তৃণমূলকর্মী কৃপাময় ঘোষকেও দিল্লিতে তলব করেছে ইডি।

Around The Web

Trending News

You May like