Aajbikel

চিংড়িহাটায় STF-এর হানা, ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষাধিক টাকা–মাদক

 | 
চিংড়িহাটা

কলকাতা: ফের কলকাতায় টাকার হদিশ। সঙ্গে উদ্ধার মদক। চিংড়িহাটার সুকান্ত নগরে তল্লাশি চালিয়ে ৫ কেজি ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। চিংড়িহাটার একটি বহুতলের পাঁচ তলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে টাকা ও মাদক উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটের বাসিন্দা মোমিন খান পেশায় ব্যবসায়ী। তাঁর স্ত্রী মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে সূত্র মারফত খবর পায় পুলিশ। সেই সূত্র ধরেই শুরু হয় তল্লাশি।

আরও পড়ুন- ‘ইন্ডাস্ট্রির লিডিং হিরো বলে এত টাকা পাই’, বনির দাবি শুনে হেসে খুন নেটপাড়া


এদিন প্রায়  ১৫ ঘণ্টা ধরে চিংড়িহাটার ফ্ল্যাটে তল্লাশি চালান গোয়েন্দারা। এসটিএফ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে মাদক সহ প্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকাগুলিকে ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হয়েছে৷ বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু নথি-পত্রও। ইতিমধ্যেই মোমিন খান এবং তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার পার্কসার্কাসে একটি বাড়িতে হানা দিয়েছিলেন গোয়েন্দারা। সেখান থেকেই চিংড়িহাটার ফ্ল্যাটের খোঁজ পান তাঁরা। দু’টি গাড়ি নিয়ে ওই বহুতলে পৌঁছে যান এসটিএফ এর গোয়েন্দা দল৷ জানা গিয়েছে, বেশ কয়েকমাস আগে এই ফ্ল্যাটে আসেন মোমিন খান ও তাঁর পরিবার। তবে আশপাশের লোকজনের সঙ্গে সে ভাবে কথা বলতেন না তিনি। তবে মাঝেমধ্যেই ওই ব্যবসায়ীর বাড়িতে বড় গাড়ি নিয়ে আসতেন কেউ কেউ। বেনামি সম্পত্তি তথা আয়–বহির্ভূত টাকা রয়েছে জানতে পেরেই এসটিএফ ১২ জন প্রতিনিধি নিয়ে এই বহুতলে হানা দেয়। মাদক চক্রের পাণ্ডা মহম্মদ মোমিন খান ও তাঁর স্ত্রী মেহতাবকে আটক করে এসটিএফ।

Around The Web

Trending News

You May like