মধুচক্রের নেপথ্যে মুম্বইয়ে অভিনেত্রী, উদ্ধার তিন মহিলা

মধুচক্রের নেপথ্যে মুম্বইয়ে অভিনেত্রী, উদ্ধার তিন মহিলা

8cc21c8a9778584f257af5f2914f44df

কলকাতা:  মধুচক্রের পর্দা ফাঁস গোয়ায়৷ এর জাল বিস্তৃত অনেক দূর পর্যন্ত৷ জড়িত রয়েছে প্রভাবশালী ব্যক্তিত্বরা৷ সেই চক্র ভেদ করেই পানাজি থেকে আটক করা হল তিন মহিলাকে৷ তাঁদের মধ্যে একজন অভিনেত্রী বলে জানা গিয়েছে৷ তাঁদের মধ্যে দু’জন মুম্বইয়ের বাসিন্দা৷ তৃতীয়জন হায়দরাবাদের৷ গ্রেফতার করা হয়েছে হায়দরাবাদের এক যুবককেও৷

আরও পড়ুন- অটোচালক থেকে মেয়র! শপথ নিতে এলেন অটো চালিয়েই, সরবাননের জীবন যেন চিত্রনাট্য

সম্প্রতি গোয়া পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা জানতে পারেন, হাফিজ সৈয়দ বিলাল নামের এক ব্যক্তি মধুচক্রের ফাঁদ পেতেছে। ওই তথ্য হাতে আসার পরেই অভিযুক্তকে জালে ধরতে টোপ ফেলে পুলিশ। এরপরেই পর্দা ফাঁস হয়৷ জানা গিয়েছে, ভুয়ো কাস্টমার সেজে ওই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে পুলিশ৷ ৫০ হাজার টাকায় ডিলও ফাইনাল করা হয়৷ এর পর নির্দিষ্ট দিনে সময় মতো সাংগোলদার একটি হোটেলে সাদা পোশাকে পৌঁছে যায় পুলিশ৷ ঠিক ছিল ৫০ হাজার টাকার বিনিময়ে তিনজন মেয়েকে হোটেলে পাঠিয়ে দেওয়া হবে। তাঁরা সেখানে পৌঁছলেই আটক করা হয়৷ 

পুলিশ সূত্রে খবর,  গোয়ার রাজধানী পানাজিতে রমরমিয়ে মধুচক্র চালাচ্ছিল অন্ধ্রপ্রদেশের ওই ব্যক্তি৷ তাঁকেও গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে মেয়েদের গোয়ায় নিয়ে আসা হতো।  মধুচক্রের নেপথ্যে রয়েছেন মুম্বইয়ের ওই অভিনেত্রীও৷ তিনি মেয়েদের সিনেমায় নামানোর টোপ দিয়ে এখানে নিয়ে আসতেন। ওই অভিনেত্রীর নাম গোপন রেখেছে পুলিশ৷ দফায় দফায় জেরা করে পুলিশ জানতে পেরেছে,  যাঁরা পানাজিতে অভিজাত হোটেলে থাকেন, তাঁদের কাছেই মেয়েদের পাঠানো হত। বিনিময়ে নেওয়া হত মোটা টাকা।