আমুলের পর দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, কোন কোন শহরে বাড়ছে দাম?

আমুলের পর দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, কোন কোন শহরে বাড়ছে দাম?

নয়াদিল্লি: মাস পড়তেই দুধের দাম বাড়িয়েছিল আমুল৷ এবার একই পথে হাঁটল মাদার ডেয়ারি৷ সংস্থার বিভিন্ন ধরনের দুধে লিটার প্রতি ২ টাকা দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে৷ আগামীকাল ৬ মার্চ থেকে নয়া দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে মাদার ডেয়ারি৷ 

আরও পড়ুন- হাত ধরেনি পিকে! ২৪-এর লক্ষ্যে প্রশান্তেরই প্রাক্তন সহযোগী কানুগোলুর হাতে কংগ্রেসের হাল

সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত দিল্লি ও দিল্লির উপকণ্ঠে (NCR) দুধের দাম বাড়ানো হবে৷ NCR-এর মধ্যে রয়েছে নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ ও গুরগাঁও৷ ফলে রাজধানী দিল্লি সহ এই সকল শহরে রবিবার থেকেই লিটার প্রতি দুধে ২টাকা বেশি গুণতে হবে গ্রাহকদের৷  মাদার ডেয়ারির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার জেরেই দাম বাড়াতে বাধ্য হচ্ছে সংস্থা৷ প্রসঙ্গত, দাম বাড়ানোর কারণ হিসাবে একই যুক্তি দেখিয়েছিল আমুল৷ মাদার ডেয়ারির তরফে শনিবার বলা হয়, ‘‘দুগ্ধচাষিদের প্রাপ্য, প্যাকেজিং চার্জ বৃদ্ধির জেরেই উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। সেই  কারণে দিল্লি ও সংলগ্ন এলাকায় দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হয়েছে৷ যা ৬ মার্চ, ২০২২ থেকে কার্যকর হবে।”    

উল্লেখ্য, বাজারে মাদার ডেয়ারির একাধিক দুধ রয়েছে৷  টোনড, ডাবল টোনড, সুপার টি, কাউ মিল্ক প্রভৃতি৷ সব ধরনের দুধেই দাম বাড়িয়েছে সংস্থা। ফলে রোগী বা শিশুর খাবার হোক বা বাড়ির চা, খরচ বাড়তে চলেছে সবেতেই। উল্লেখ্য, প্রায় ৮ মাসের মাথায় বাড়ল দুধের দাম৷ ২০২১ সালের জুলাই মাসে দাম বেড়েছিল দুধের৷ সেবারও প্রতি লিটার দুধের দাম বেড়েছিল ২ টাকা৷