হাত ধরেনি পিকে! ২৪-এর লক্ষ্যে প্রশান্তেরই প্রাক্তন সহযোগী কানুগোলুর হাতে কংগ্রেসের হাল

হাত ধরেনি পিকে! ২৪-এর লক্ষ্যে প্রশান্তেরই প্রাক্তন সহযোগী কানুগোলুর হাতে কংগ্রেসের হাল

53c8d082b868336a07ce3a516d1a067c

নয়াদিল্লি:  একুশের বিধানসভা ভোটে তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা। তবে রাজনীতির স্রোতে সেই তৃণমূলের সঙ্গেই প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা আইপ্যাকের সম্পর্ক খাদের কিনারে পৌঁছেছে৷ অন্যদিকে, কংগ্রেসের সঙ্গে পিকে’র সম্পর্ক নিয়ে শুরু হয় জোড় গুঞ্জন৷ তবে কি লোকসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন পিকে? কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে একের পর এক বৈঠক সেই প্রশ্ন খুঁচিয়ে তুলেছিল৷ কিন্তু শেষ পর্যন্ত জানা যায় পিকে’র সংস্থা লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে কাজ করছে না৷ বরং কংগ্রেস চুক্তি করেছে পিকেরই প্রাক্তন সহযোগী সুনীল কানুগোলুর সঙ্গে৷ উল্লেখ্য বিষয় হয়, ২০১৪ সালে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর প্রচারে পিকে-র অন্যতম সেনাপতি ছিলেন এই কানুগোলু। 

আরও পড়ুন- ইউক্রেনে পুতিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণায় কূটনৈতিক জয় মোদীরই

গত কয়েক মাসে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে পিকে’র৷ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রার সঙ্গেই নয়, প্রশান্তের কথা হয়েছে সনিয়া গান্ধীর সঙ্গেও। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের হাত ধরেননি ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ অন্যদিকে পিকে’র প্রাক্তন সহযোগী কানুগোলুর সঙ্গে কর্নাটক ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য চুক্তি করেছে হাত শিবির। ২০২৩ সালে এই দুই দক্ষিণী রাজ্যে বিধানসভা নির্বাচন৷ তবে ২০২৪-এর লোকসভা ভোটেও কানুগোলুর সঙ্গে কংগ্রেসের এই জোট থাকবে কি না, তা নিশ্চিত নয়। সূত্রের খবর, তামিলনাড়ু ও কর্ণাটকে ভোটের ফলাফলের উপর ভিত্তি করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। 

উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়েই কাজ করেছিলেন পিকে। কিন্তু এর পর হাত ছেড়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ শুরু করেন প্রশান্ত৷ কিন্তু কংগ্রেসের হাত আর ধরা হয়নি। শোনা যায়, উত্তরপ্রদেশ ভোটের সময়েই রাহুলের সঙ্গে মনোমালিন্য হয়েছিল পিকের। ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিশাল সাফল্যের পর ফের পিকেকে কাছে পেতে চেয়েছিল কংগ্রেস৷ কিন্তু তা আর হয়ে উঠল না৷ বরং কংগ্রেসের কাছে এল কানুগোলু৷

বলে রাখা ভালো, ভোট কুশলী হিসাবে পিকের মতো কানুগোলুরও সুনাম রয়েছে। কানুগোলুর জন্ম কর্নাটকের বেলারির এক সম্পন্ন পরিবারে৷ তবে তাঁর বেড়ে ওঠা চেন্নাইয়ে৷ আমেরিকা থেকে ম্যানেজমেন্ট পড়ে গুজরাতে ‘অ্যাসোসিয়েশন অব বিলিয়ন মাইন্ডস’ (এবিএম) সংস্থায় ভোটকুশলী হিসেবে যোগ দেন। এর পর পিকে’র সঙ্গে তাঁর পরিচয় এবং ২০১৪ সালে একযোগে মোদীর হয়ে কাজ করা৷