নয়াদিল্লি: তীব্র ভয়ঙ্কর দেশের করোনা পরিস্থিতি৷ মঙ্গলবার নতুন রেকর্ডে পৌঁছে গেল আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪ লক্ষেরও বেশি মানুষ৷ মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের৷
আরও পড়ুন- দুয়ের ঘরের নামতায় ঘায়েল ‘সৎপাত্র’, বিয়ে ভাঙলেন কনে!
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন৷ ভারতে মোট আক্রান্ত ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন৷ করোনায় সার্বাধিক আক্রান্ত পাঁচ রাজ্য হল মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ু৷ প্রায় ৪৯.৫২ শতাংশ আক্রান্তই এই পাঁচ রাজ্যে৷ এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্ত ১৩.৯৮ শতাংশ মানুষ৷ মৃত্যুর হারও সবচেয়ে বেশি এই রাজ্যেই৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯২০ জনের৷ এর পরেই রয়েছে উত্তরপ্রদেশ৷ যোগী রাজ্যে মৃতের সংখ্যা ৩৫৩৷
তবে বহু মানুষ করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ীগত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ১১৩ জন৷ এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন৷ এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস রয়েছে ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৮ জন৷ দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জনের৷
আরও পড়ুন- নিজের বেড কোভিড রোগীকে ছেড়ে নজির গড়লেন ৮৫-র বৃদ্ধ
অন্যদিকে, পশ্চিমবঙ্গ, অসম, ওডিশা, বিহার এবং ঝাড়খণ্ডেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ বুধবার রিভিউ মিটিংয়ের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বর্ষবর্ধন বলেন, সংক্রমণের জোয়ার ক্রমশ পূর্বের দিকে এগোচ্ছে৷ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু সহ ১২ রাজ্যে ১ লক্ষেরও বেশি অ্যাকটিভ কেস রয়েছে৷ গত দুই সপ্তাহে দেশের ৩০টি জেলায় ক্রমাগত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ এর মধ্যে ১০টি জেলা রয়েছে কেরলে৷ সাত জেলা অন্ধ্রে, তিন কর্ণাটকে এবং একটি তামিলনাড়ুতে৷