এক লাফে বাড়ল দৈনিক সংক্রমণ, কেরল-মহারাষ্ট্র নিয়ে চিন্তা

এক লাফে বাড়ল দৈনিক সংক্রমণ, কেরল-মহারাষ্ট্র নিয়ে চিন্তা

6f092cb4a4b8dfab4838dcdf2bcc5570

নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত রয়েছে, তার সঙ্গে দুই মহামারী একসঙ্গে হওয়ার ব্যাপক আশঙ্কা। তাই পরবর্তী কয়েক সপ্তাহ দেশের জন্য যে উদ্বেগজনক হতে চলেছে তা বলাই বাহুল্য। এর মাঝে কয়েক দিন খানিকটা স্বস্তি মিললেও আবার চিন্তা বাড়ছে দেশের করোনা পরিস্থিতি নিয়ে। কারণ এদিন অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ। যদিও মোট সংক্রমণ রয়েছে ৫০ হাজারের নিচেই।

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ২৬৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জন। এদিকে টিকাকরণের হার বেড়েছে কারণ গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৮ লক্ষ মানুষ, মোট টিকা প্রাপ্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ কোটি। দেশের চিন্তা আরও বাড়াচ্ছে কেরল এবং মহারাষ্ট্র। কারণ গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্রে আক্রান্ত ৪ হাজারের বেশি। এদিকে আবার দাবি করা হচ্ছে যে, মহারাষ্ট্রে এই মুহূর্তে করোনা তৃতীয় ঢেউ ঢুকে গিয়েছে। 

আরও পড়ুন- ১৭৩টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

উল্লেখ্য, আবার জানা গিয়েছে, করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। সাতটি দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাওয়ে, বসনিয়া, এই সাতটি দেশের ক্ষেত্রে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *