আলাদা ভারতের মাঙ্কিপক্সের রূপ! কোন ক্ষেত্রে সতর্ক হবেন

আলাদা ভারতের মাঙ্কিপক্সের রূপ! কোন ক্ষেত্রে সতর্ক হবেন

নয়াদিল্লি: করোনা নিয়ে চিন্তার কোনও শেষ ছিল না, কিন্তু তার মধ্যেই আবার মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ভারতে। ইউরোপের একাধিক দেশ থেকে বিশ্ব এই সংক্রমণ ছড়িয়েছে বলেই দাবি করা হয়েছে। যদিও এই মুহূর্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক গবেষণায় দাবি করা হচ্ছে, ইউরোপের রূপের থেকে ভারতের মাঙ্কিপক্সের রূপ আলাদা! এই তথ্য সামনে আসতেই আরও বেশি তৎপর হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। তাহলে কোন কোন ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে?

আরও পড়ুন: কীভাবে দূরে থাকা যাবে মাঙ্কিপক্স থেকে? রইল একগুচ্ছ পরামর্শ

‘সিএসআইআর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি’র বিজ্ঞানীরা সম্প্রতি মাঙ্কিপক্স নিয়ে এই নয়া তথ্য দিয়েছেন। তাঁদের মতে,  ভারতে মাঙ্কি পক্সের যে রূপ ধরা পড়েছে তা ইউরোপের রূপের থেকে একদম আলাদা। ভারতের কেরল রাজ্যে প্রথম এই সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষার পরেই তাঁরা নিশ্চিত হতে পেরেছেন যে ইউরোপের আক্রান্ত ব্যক্তিদের থেকে পুরোপুরি আলাদা ভারতের সংক্রমণ। গবেষকদের বক্তব্য, ইউরোপে মূলত বি-১ রূপের সংক্রমণ ছড়িয়েছে। আর ভারতে ছড়িয়েছে মাঙ্কিপক্সের এ-২ রূপ। তবে দুটির মধ্যে কোনটি বেশি সংক্রামক, তা এখনও জানতে পারেননি বিজ্ঞানীরা।

রোগের লক্ষণের ক্ষেত্রেও তাই ভিন্ন কিছু ঘটবে সেটাই স্বাভাবিকভাবে অনুমান করা হচ্ছে। জানান হয়েছে, হার্পিসের মতো যৌনবাহিত রোগের উপসর্গ হতে পারে মাঙ্কিপক্স আক্রান্ত হলে। মলদ্বারে ঘা ও যৌনাঙ্গে ক্ষতের মতো উপসর্গের দেখা মিললেও অবাক হওয়ার থাকবে না। তাই আতঙ্ক যেমন বাড়ছে এই সংক্রমণ নিয়ে তেমন ভাবেই সতর্কতা বাড়াতে বলছে চিকিৎসক মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 11 =