Aajbikel

বাকি আর মাত্র ৪০০ দিন, ‘ইতিহাস’ গড়তে মরিয়া মোদী, মুসলিমদের কাছে পৌঁছে যান', বার্তা তাঁর

 | 
মোদী

নয়াদিল্লি: বছর ঘুরতেই বাজবে ভোটযুদ্ধের দামামা৷ এখন থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী ভাবে ভোটে জিততে হবে বিজেপি কর্মীদের সেই ‘মন্ত্র’ই দিলেন নমো। ভোটের আগে তাঁর দাওয়াই, সরকারের ‘সুশাসন’-এর বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে বিজেপি কর্মীদের৷

আরও পড়ুন- বদলে গেল প্যারাসিটামল-সহ ১২৮ টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম, ফের মধ্যবিত্তের পকেটে টান?

মঙ্গলবার বসেছিল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক৷ সেখানে দলীয় কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে নমো বলেন, লোকসভা নির্বাচনের আর বাকি মাত্র ৪০০ দিন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মঙ্গলবার এ কথা জানান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বীস।

এদিনের বৈঠকে আরও একটি গুরুমন্ত্র দিয়েছেন নমো৷ তাঁর নির্দেশ, সংখ্যালঘুদের কাছে পৌঁছে যেতে হবে। তিনি সাফ বলেন,  ভোটের আশা না করলেও বিজেপি কর্মীদের মুসলিমদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলতে হবে। লোকসভা নির্বাচনের আগে কোন কোন দিক থেকে দলকে আরও শক্তিশালী হতে হবে, সেই বিষয়ে কর্মসমিতির বৈঠকে বার্তা দেন মোদী। এই আবহে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির এক শীর্ষ স্থানীয় নেতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের ভোটের আশা না করেই পাসমান্ডা মুসলিম, বোহরা সম্প্রদায়, পেশাদার এবং শিক্ষিত মুসলিমদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার আহ্বান জানিয়েছেন।'


এদিনের বৈঠকে মোদী আরও বলেন, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ নীতির অধীনে,  রাজ্যগুলির একে অপরকে সহযোগিতা করা উচিত এবং একে অপরের ভাষা ও সংস্কৃতির সঙ্গে মিলিত হওয়া উচিত। ভোটের আগে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেদের উৎসর্গ করে দিতে হবে৷ নমো বলেন, 'আমাদের হাতে মাত্র ৪০০ দিন রয়েছে। মানুষের জন্য যা করার দরকার সবটা করতে হবে। আমাদের ইতিহাস তৈরি করতে হবে।'   


 

Around The Web

Trending News

You May like