আলোক ছটায় রাতের হাওড়া ব্রিজ দেখে মুগ্ধ নমো, শেয়ার করলেন ভিডিয়ো

আলোক ছটায় রাতের হাওড়া ব্রিজ দেখে মুগ্ধ নমো, শেয়ার করলেন ভিডিয়ো

নয়াদিল্লি:  রাতের হাওড়া ব্রিজ সবর্দাই মনোমুগ্ধকর৷ আলোয় মোড়া সেতু চোখ জুড়িয়ে দেয়৷ টোকিও অলিম্পিকের জন্য নতুন করে আলোর রোশনাইয়ে সেজে ওঠা রবীন্দ্র সেতুর রূপে মোহিত হলেন খোদ প্রধানমন্ত্রী৷ ফেসবুকে হাওড়া ব্রিজের ভিডিয়ো শেয়ার করলেন তিনি৷ সঙ্গে লিখলেন, সব সময়ের মতো আজও কলকাতার হাওড়া ব্রিজকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে৷ যেন গোটা দেশের হয়ে শুভেচ্ছা বার্তা দিচ্ছে৷ 

আরও পড়ুন- মমতার সফরের আগেই দিল্লিতে অভিষেক! জরুরি বৈঠকে তৈরি হবে ’২৪-এর রোডম্যাপ

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই টোকিও অলিম্পিকের জন্য নতুন আলোক সজ্জায় সেজে উঠেছে গঙ্গা বক্ষের উপরে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র সেতু৷ অলিম্পিকের সাক্ষ্য নিয়ে কখনও জাপানের পতাকা, কখনও আবার অলিম্পিকে অংশ নেওয়া অন্যান্য দেশগুলির প্রতীক চিহ্ন ফুটে উঠছে হাওড়া ব্রিজের গায়ে৷ কলকাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের আধিকারিকদের উদ্যোগেই নতুন আলোকসজ্জায় সেজে উঠেছে ঐতিহ্যবাহী এই সেতু৷ 

উল্লেখ্য, গত বছরই টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়৷ বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার বলেন,  পাঁচটি মহাদেশের প্রতিযোগীরা অলিম্পিকে অংশগ্রহণ করবেন৷ এই পাঁচ মহাদেশের প্রতীককেই আলোকসজ্জার মাধ্যমে হাওড়া ব্রিজের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে৷ পাশাপাশি আয়োজক দেশ হিসাবে জাপানের জাতীয় পকাতাকেও আলোক ছটায় রাখা হয়েছে৷ বিভিন্ন দেশের প্রতিযোগীদের উৎসাহিত করতে তাঁদের জাতীয় পতাকাও দেখা যাবে আলোর খেলায়৷ সেতুতে থাকবে তেরঙ্গাও৷ 

আরও পড়ুন- উত্তরাখণ্ড সীমান্তে বাড়ছে চিন সেনার তৎপরতা, উদ্বেগে দিল্লি

বন্দর আধিকারিকদের কথায়, এমন সজ্জা আগেও হয়েছে৷ এটিকে বলা হয় ডায়নামিক আর্কিটেকচার অফ লাইটিং। প্রসঙ্গত, গত বছর ১১ জানুয়ারি হাওড়া ব্রিজের নয়া আলোকসজ্জার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তার পর থেকেই বিশেষ বিশেষ দিন উপলক্ষে বিশেষ বিশেষ আলোর সজ্জা তৈরি করা হয়৷ দুর্গা পুজো থেকে হোলি, সমস্ত উৎসবেই মেতে ওঠে হাওড়া ব্রিজ৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *