নয়াদিল্লি: ‘সামিট অন ক্লাইমেট’ বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন তিনি বলেন, বৈশ্বিক মহামারির সঙ্গে মানব সমাজের লড়াই চলছে৷ এই পরিস্থিতি আমাদের বুঝিয়ে দেয় যে, জলবায়ু পরিবর্তনের গম্ভীর চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি৷ প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সামনে উন্নয়নের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা শক্তি, জ্বালানি দক্ষতা এবং জীব বৈচিত্র্যের বিষয়ে অনেক সাহসী পদক্ষেপ নিয়েছি।
আরও পড়ুন- অক্সিজেনের যোগান বাড়াতে ৭ নির্দেশিকা দিল স্বরাষ্ট্রমন্ত্রকের! বৈঠকে প্রধানমন্ত্রী
আমেরিকা কর্তৃক আয়োজিত ডিজিটাল জলবায়ু সম্মেলনে মোদী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা দরকার। এই উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতি জো বাইডেনকে ধন্যবাদ জানাতে চাই। তাঁর কথায়, আমাদের আরও দ্রুত গতিতে বৃহত্তর ও বিশ্বব্যাপী সম্ভাবনা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত৷ তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমি ‘ভারত-আমেরিকা জলবায়ু এবং অনার্জি এজেন্ডা ২০৩০ পার্টনারশিপ’ শুরু করতে চলেছি। এর মাধ্যমে আমরা বিনিয়োগ বাড়াতে এবং প্রযুক্তির ক্ষেত্রে সহায়তা করব।
মোদী আরও বলেন, আজ আমরা বিশ্ব জলবায়ু নিয়ে আলোচনা করছি৷ এই সময় আমি আপনার সামনে একটি ধারণা তুলে ধরতে চাই৷ ভারতের মাথাপিছু কার্বন ফুটপ্রিন্ট সারা বিশ্বের গড়ের তুলনায় প্রায় ৬০% কম৷ কারণ আমাদের জীবনযাত্রা এখনও ঐতিহ্যের উপর নির্ভরশীল৷ আগামীকাল আন্তর্জাতিক বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন তিনি৷ পাশাপাশি প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলবেন তিনি৷ এর পর সাড়ে ১২টা নাগাদ অক্সিজেন উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গেও বৈঠক করার কথা তাঁর৷