মন্ত্রিসভার রদবদলে বড় চমক মোদী-শাহের, দৌড়ে সামিল বাংলার কোন কোন সাংসদ?

মন্ত্রিসভার রদবদলে বড় চমক মোদী-শাহের, দৌড়ে সামিল বাংলার কোন কোন সাংসদ?

45bd2a4645dbf60eb6a4d1d12fbcef05

নয়াদিল্লি:  শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন৷ আজ সন্ধের মধ্যেই নতুন সৈনিকদের নাম ঘোষণা করে নতুন রণকৌশল তৈরি করে ফেলবেন নরেন্দ্র মোদী৷ মোদীর নয়া টিমে উঠে আসতে চলেছে একাধিক নতুন মুখ৷ সেই টিমে থাকবে তারুণ্যের ছোঁয়া৷ যাঁরা নতুন দলের সদস্য হবেন, তাঁরা ইতিমধ্যেই দিল্লির দরবারে হাজিরা দিয়েছেন৷ বাংলা থেকেও একাধিক সাংসদকে মন্ত্রী করা হতে পারে বলে জোড় জল্পনা৷ জল্পনা রয়েছে আরও কিছু হেভিওয়েট নেতাকে নিয়েও৷ 

আরও পড়ুন- অগ্নিমূল্য জ্বালানি, প্রতিবাদে সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় বেচারাম

ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করা হতে পারে জোড় জল্পনা৷ এই তালিকায় থাকতে পারেন সর্বানন্দ সোনওয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নারায়ণ রানের মতো তরুণ মুখেরা৷ পাশাপাশি এনডিএ-র শরিক দলগুলি থেকেও উঠে আসতে পারে নতুন মুখ৷ আজ বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে নতুন নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর৷ সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন দফতর থেকে থাওয়ারচাঁদ গেহলোটকে কর্ণাটকের রাজ্যপাল করা হয়েছে৷ ফলে তাঁর ফাঁকা জায়গায় নিশ্চিত ভাবেই দেখা যাবে নতুন কোনও মুখকে৷ মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে চর্চায় রয়েছেন এলজেপি নেতা পশুপতি কুমার পরস এবং জেডিইউ নেতা আরসিপি সিং৷ জেডইউ-র তরফে দলের চার সাংসদকে মন্ত্রী কররার দাবি তোলা হয়েছে বলে খবর৷ মন্ত্রী হতে পারেন রাজীব রঞ্জন লন্নন৷  

আরও পড়ুন- নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, মমতাকে ৫ লক্ষ টাকা জরিমানা

মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কোচবিহারের সাংসদ নিশীখ প্রামাণিকও৷ বেশ কয়েক দিন ধরেই তিনি দিল্লিতে রয়েছে৷ উত্তরবঙ্গে রাজবংশী ভোট ধরে রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নিশীথ৷ মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর৷ তিনি সপরিবারে দিল্লিতে গিয়েছেন৷ নিশীথ-শান্তনু ছাড়াও জল্পনা রয়েছে লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকারকে নিয়েও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *