অগ্নিমূল্য জ্বালানি, প্রতিবাদে সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় বেচারাম

অগ্নিমূল্য জ্বালানি, প্রতিবাদে সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় বেচারাম

কলকাতা:  জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ৷ সিঙ্গুর থেকে বিধানসভা পর্যন্ত সাইকেল নিয়ে মিছিল করলেন তৃণমূল বিধায়ক তথা শ্রমমন্ত্রী বেচারাম মান্না৷ সকাল ৮টা নাগাদ রতনপুরের বাড়ি থেকে সাইকেল থেকে রওনা দেন তিনি৷ সাইকেলের সামনে লেখা, ‘মোদী বাবু পেট্রোল বেকাবু’৷ সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় এসে পৌঁছনোর কথা তাঁর৷ যোগ দেবেন বাজেট অধিবেশনে৷ 

আরও পড়ুন-নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, মমতাকে ৫ লক্ষ টাকা জরিমানা

উল্লেখ্য, জেলাগুলিতে আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিল পেট্রোল৷ আজ কলকাতাতেও ১০০ পার করেছে তেলের দাম৷ যে ভাবে পোট্রোপণ্যের দাম বেড়ে চলেছে তার প্রতিবাদেই এই অভিনব আন্দোলন৷ এদিন জগাছা থেকে বেচারাম মান্নার সাইকেল মিছিলে যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষও৷ ইডেন উদ্যানের সামনে পৌঁছে তাঁরা কিছুক্ষণ বিশ্রাম নেন৷ এখান থেকে ফের বিধানসভার উদ্দেশে রওনা দেন তাঁরা৷ 

বেচারাম মান্না বলেন, পেট্রোল-ডিজেল রান্নার গ্যাসের দাম যে ভাবে বাড়ছে তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর৷ সেই জ্ঞান-বুদ্ধি নরেন্দ্র মোদীর নেই৷ সেটা থাকলে রোজ পেট্রোল-ডিজেলের দাম বাড়াত না৷ দেশেকে পিছিয়ে দিতে চাইছে কেন্দ্রের সরকার৷ সে কারণেই সাইকেল নিয়ে এই প্রতিবাদ৷ সাইকেল নিয়েই বিধানসভায় যোগ দেব৷ তিনি আরও বলেন, আমরা গ্রামের ছেলে৷ তাই সব কিছুরই অভ্যাস আছে৷ ২০০৬ থেকে নানা আন্দোলন করেছি৷ তাঁর কথায়, ‘নরেন্দ্র মোদী রক্ত চোষা’৷ 

অন্যদিকে বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, ভারতবর্ষে  মোদী সরকার প্রতিদিন পেট্রোল-ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে৷ দাম বাড়ছে খাবার তেল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের৷ এই মূল্যবৃদ্ধির জেরে বাংলা তথা দেশের মানুষ বিধ্বস্ত৷ এর প্রতিবাদে সারা রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১০ ও ১১ তারিখ হবে অবস্থান বিক্ষোভ৷ মোদী সরকার দেশের মানুষকে প্রাগৈতিহাসিক যুগে ফিরিয়ে দিতে চাইছেন৷   

আরও পড়ুন- ৫ লক্ষ টাকা জরিমানা হল মমতার, কেন?

প্রসঙ্গ, জেলায় জেলায় চলছে এই বিক্ষোভ৷ শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্রেও সেঞ্চুরি পাড় পেট্রোলের৷ প্রতিবাদে পেট্রোলপাম্পে বিক্ষোভ দেখায় নন্দীগ্রাম ব্লক যুব তৃণমুল।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =