কী ভাবে কাজ করবেন ভাবী আমলারা? মন্ত্র দিলেন নমো

কী ভাবে কাজ করবেন ভাবী আমলারা? মন্ত্র দিলেন নমো

2e20c6ce69be9de43f54eb3d73c56743

আমেদাবাদ: ভাবী আমলাদের দেশ সেবার মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শনিবার সিভিল সার্ভিস প্রবেশনারদের উদ্দেশে নমো বলেন, দেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে৷ মনে রাখতে হবে ‘মিনিমাম গভর্নমেন্ট এবং ম্যাক্সিমাম গভর্নেন্স’-এর মন্ত্র৷ তিনি বলেন, ‘‘জনগণই গণতন্ত্রের প্রধান চালিকা শক্তি৷ তাই আমাদের সরকার থেকে সুশাসনের দিকে এগিয়ে যেতে হবে৷  

আরও পড়ুন- কেবলমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয়, বলল এলাহাবাদ হাইকোর্ট

 সর্দার বল্লভভাই পটেলের ১৪৫ তম জন্মদিবস উপলক্ষে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ অনুষ্ঠানে ভার্চুয়াল অনুষ্ঠানে হবু আমলাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রচার মাধ্যমের পাদপ্রদীপ থেকে দূরে থেকে রুটিন মাফিক কাজের বাইরে বেরিয়ে নিজেদের পরিচিতি গড়ে তুলতে হবে৷ আজ আমাদের দেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার পিছনে রয়েছে আপনাদের মতো আমলাদের অবদান৷ যাঁরা ‘মিনিমাম গভর্নমেন্ট এবং ম্যাক্সিমান গভর্নেন্স’-এর নীতি মেনে চলেছেন৷ তিনি বলেন, ‘‘আপনাকে নিশ্চিত করতে হবে যে সাধারণ মানুষের জীবনে আপনার হস্তক্ষেপ হ্রা্স পেয়েছে এবং তাঁরা তাঁদের অধিকার পেয়েছে৷’’ 

আরও পড়ুন- ভারতের ইতিহাসে প্রথম মহিলা CEO পেল ইন্ডিয়ান এয়ারলাইন্স

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার আগেই নমো বলেছিলেন তাঁর নীতি হল ‘মিনিমাম গভর্নমেন্ট, ‘ম্যাক্সিমাম গভর্ন্যান্স’। অর্থাৎ নাগরিক জীবনে সরকারি হস্তক্ষেপ কমবে এবং এর বদলে বৃদ্ধি পাবে সামাজিক পরিষেবার পরিসর। এদিন নমো আরও বলেন, ‘‘সিভিল সার্ভেন্টরা যে সিদ্ধান্ত নেবেন তা যেন জাতীয় স্বার্থ এবং দেশের ঐক্য ও সার্বভৌমত্বকে শক্তিশালী করতে এবং ভারতীয় সংবিধানের মাথা উঁচু রাখার জন্য হয়৷’’ তাঁর কথায়, ‘‘আপনার এলাকা ছোট হতে পারে৷ আপনার সীমা ছোট হতে পারে৷ কিন্তু আপনার সিদ্ধান্তে জাতীয় স্বার্থে নিতে হবে৷ সরকার একক নীতি নিয়ে চলতে পারে না৷ যাঁদের জন্য এই নীতি তৈরি করা হয়েছে, তাঁদের সঙ্গে নিয়ে চলতে হবে৷ তাঁরাই দেশের প্রধান চালিকা শক্তি৷’’ প্রধানমন্ত্রীর কথায়, প্রশাসনের শীর্ষস্তর থেকে সরকারি কর্মসূচি পরিচালিত হতে পারে না। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনগণ৷ তৃণমূল স্তরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *