বদলে গেল মেয়েদের বিয়ের বয়স! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বদলে গেল মেয়েদের বিয়ের বয়স! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

3d11e53e31843dbff2828d474726c8ac

নয়াদিল্লি:  আমাদের দেশে এতদিন মেয়ের বিয়ের বয়স ছিল ১৮ বছর৷ এই বয়স বাড়ানো নিয়ে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিল কেন্দ্রীয় সরকার৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিয়ের ন্যূনতন বয়স বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে৷  মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাবনা পাশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এই প্রস্তাবনায় সিলমোহর দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- স্ত্রীর অজান্তে ফোন রেকর্ড ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ

মেয়েদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পর থেকেই শুরু হয় চিন্তা ভাবনা৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আমাদের সরকার নারী স্বাস্থ্য নিয়ে সদা উদ্বিগ্ন থাকে। মেয়েদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে, সঠিক বয়সে তাদের বিয়ে হওয়াটা জরুরি।” এর পরেই গতকাল মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বৃদ্ধির প্রস্তাবনা পাশ হয়ে যায় কেন্দ্রীয় ক্যাবিনেটে৷ এতদিন ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ছিল ২১ বছর৷ এবার থেকে মেয়েদের বিয়ের বয়সও বাড়িয়ে ২১ করা হল৷ পাশাপাশি  বাল্যবিবাহ আইন, বিশেষ বিবাহ আইন ও হিন্দু বিবাহ আইনেও পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে কেন্দ্র।

কেন্দ্রের এই প্রস্তাবনায় সমর্থন জানিয়েছে নীতি আয়োগের টাস্ক ফোর্স৷ এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন জয়া জেটলি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক ডঃ ভিকে পালও এই টাস্ক ফোর্সের সদস্য বলে জানা গিয়েছে৷ এছাড়াও রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, উচ্চ শিক্ষা মন্ত্রক সহ একাধিক মন্ত্রকের প্রতিনিধিরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *