দিসপুর: এই রকম দৃশ্য খুব একটা দেখা যায় না। কিন্তু অসমের বরপেটায় দেখা গেল। কয়েক মিনিটের জন্য সৃষ্টি হওয়ার ঝড় এক নিমেষে উড়িয়ে নিয়ে গেল সবকিছু। হঠাৎই স্থানীয় ভাবে টর্নেডোর সৃষ্টি হয় অসমের বরপেটার একটি গ্রামে। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় সব। এই ঝড়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। তা দেখে তাজ্জব হচ্ছে প্রায় সকলেই।
আরও পড়ুন: হাজার পার সিলিন্ডার! দামের গরমে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত
In the eye of the Tornado.
This one is in Senga of Barpeta district of Assam. pic.twitter.com/KVJHgSe0h5— Niloy (@Niloy44376362) May 7, 2022
আরও পড়ুন- ঘোষণাই সার, ট্রেনে বেডরোল কোথায়? বিশেষ নিয়ম ভারতীয় রেলে
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে বরপেটার রোমারি গ্রামে ওই মিনি টর্নেডোর সৃষ্টি হয়। এই ঝড়ের কারণ বিরাট ক্ষতিগ্রস্থ হয়েছে ওই গ্রামের প্রায় সাতটি বাড়ি। তবে আশার খবর এই যে কেউ হতাহত হননি। কিন্তু ওই সময়ের মধ্যেই ঝড়ের সামনে যা পড়েছে তা কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে। বরপেটার ডেপুটি কমিশনার তেজপ্রসাদ ভূষল জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদ থেকে এই ‘টর্নেডো’র সৃষ্টি হয়েছিল। তবে ঝড়ের পরিধি এবং ঘূর্ণী কম থাকায় ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। তিনি অবশ্য জানিয়েছেন, এই রকম ঝড় খুব একটা দেখা যায় না সচারচর।