নয়াদিল্লি: ফের ‘মিগ’ বিপত্তি৷ প্রশিক্ষণ চলার সময় আরব সাগরে ভেঙে পড়ল ভারতীয় নৌ-বাহিনীর মিগ-২৯ কে ট্রেনার বিমান৷ বৃহস্পতিবার বিকেল ৫টার সময় দুর্ঘটনাটি ঘটে৷ তবে শুক্রবার সকালে ভারতীয় নৌসেনার তরফে খবরটি জানানো হয়েছে৷ জানা গিয়েছে, মিগ-২৯ কে-র এক পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় পাইলটের খোঁজ এখনও মেলেনি৷ তাঁর সন্ধানে তন্নতন্ন করে খোঁজ চলছে আরবের বুকে৷ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ আকাশ ও সমুদ্র পথে খোঁজ চলানো হচ্ছে বলে নৌসেনা সূত্রে খবর৷
আরও পড়ুন- দিল্লির কোম্পানির বিরুদ্ধে ১২০০ কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগ
গত ফেব্রুয়ারি মাসে রুটিন উড়ানের সময় গোয়ার সমুদ্রে ভেঙে পড়েছিল ভারতীয় নৌবাহিনীর মিগ বিমান৷ সকাল সাড়ে দশটা নাগাদ সমুদ্রে ভেঙে পড়েছিল মিগ-২৯৷ তবে পাইলট নিরাপদ ভাবেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন৷ পড়ে তাঁকে উদ্ধার করা হয়৷ এর আগে গত বছর নভেম্বর মাসেও দুর্ঘটনার কবলে পড়েছিল মিগ-২৯৷ গতকাল বিকেলে এয়ারক্রাফ্ট কেরিয়ার আইএনএস বিক্রমাদিত্য থেকে উড়ান দিয়েছিল অভিশপ্ত মিগ ২৯ বিমানটি৷ প্রশিক্ষম চলার সময়ই দুর্ঘটনাটি ঘটে৷ সেই সময় বিমানে দু’জন পাইলট ছিলেন৷ একজনকে উদ্ধার করা গলেও দ্বিতীয় পাইলটকে এখনও খুঁজে পাওয়া যায়নি৷ এই নিতে এক বছরে তিনবার দুর্ঘটনার কবলে পড়ল মিগ-২৯ কে৷
আরও পড়ুন- হরিয়ানায় কৃষক বিক্ষোভ, দমন করতে কনকনে ঠান্ডায় জলকামান ব্যবহার পুলিশের
মিগ-২৯ রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান। নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্য এর ডাকনাম রাখা হয়েছে ফালক্রাম। রাশিয়ার কাছ থেকেই মিগ-২৯ কেনে ভারত৷ সত্তর দশকের প্রথম দিকে মিকোইয়ান ডিজাইন ব্যুরো এই জঙ্গি বিমানের নকশা তৈরি করে এবং ১৯৮৩ খ্রিষ্টাব্দে তৎকালীন সোভিয়েট রাশিয়ার বিমান বাহিনী বহরে এই বিমান যুক্ত করা হয়। ভারতীয় বায়ুসেনার কাছে বর্তমানে ৬০টি মিগ-২৯ যুদ্ধবিমান আছে৷ আধুনিক প্রযুক্তিতে এই বিমানগুলিকে আরও উন্নত করা হয়েছে৷ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধেও ব্যবহার করা হয়েছিল সোভিয়েত আমলের মিগ বিমান৷ এর আগেও একাধিক মিগ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে৷