জম্মু-কাশ্মীর: ৩৭০ ধারা অবলুপ্ত হওয়ার পরে দীর্ঘ সময় পর্যন্ত আটক ছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পরবর্তী সময়ে ছাড়া পেলেও এখন নতুন অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন তিনি। মেহবুবা জানাচ্ছেন, তাঁকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কারণ তিনি নাকি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক! এই নিয়ে ইতিমধ্যেই টুইট করে সরব হয়েছেন তিনি।
মেহবুবা জানাচ্ছেন, পাসপোর্ট অফিসে তাঁর বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে সিবিআই এবং সেখানে বলা হয়েছে, তিনি নাকি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। এই কারণেই পাসপোর্ট অফিস থেকে তাকে পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে তিনি বলেছেন, এই হল স্বাভাবিক কাশ্মীরের নমুনা, দেশের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এইভাবে নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে দেওয়া হচ্ছে, তাঁকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। এই ঘটনায় নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করে তিনি দাবি করেছেন, লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খোলার কারণেই তাঁকে পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য কার্যত শাস্তি দেওয়া হচ্ছে তাঁকে। এর পাশাপাশি জম্মু কাশ্মীরের পতাকা উত্তোলনকে কেন্দ্র করেও বিজেপির সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েন মেহবুবা মুফতি।
আরও পড়ুন- ‘বিজেপি এসে বাংলা থেকেই তাড়াবে বাঙালিদের’, নন্দীগ্রামে চরম আক্রমণাত্মক মমতা
ঘটনা হল, জম্মু-কাশ্মীরের নিজস্ব পতাকা প্রসঙ্গে মেহবুবা জানিয়েছেন যে, রাজ্যের নিজস্ব পতাকা ফিরে পেলে তিনি জম্মু-কাশ্মীরে জাতীয় পতাকা তুলবেন। এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীর বিজেপির সভাপতি জানিয়েছেন, লেফটেন্যান্ট গভর্নরের কাছে তিনি আবেদন জানাবেন যাতে মেহবুবা মুফতিকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই এখানে একটিমাত্র পতাকা উত্তোলন হবে এবং সেটি হল ভারতের জাতীয় পতাকা। যদিও মেহবুবা মুফতির যুক্তি, জম্মু-কাশ্মীরের নিজস্ব পতাকা এবং সংবিধান আছে বলেই এখানে তারা সেই পতাকা উত্তোলন করেন।