নন্দীগ্রাম: শুরু হয়ে গেছে একুশের বিধানসভা নির্বাচনের বহু প্রতিক্ষিত ভোটগ্রহণ। প্রথম দফার নির্বাচনের পর এখন দ্বিতীয় দফার জন্য দিন গুনছে গোটা রাজ্য। আর এই দ্বিতীয় দফাতেই রয়েছে এবারের নির্বাচনের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্রের ভোট। নন্দীগ্রামের ভোটের আগে এদিন ফের নিজের কেন্দ্র থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাজ্য থেকে বিতাড়িত হবেন বাঙালিরা, এদিন নন্দীগ্রামের দলীয় সভা মঞ্চ থেকে এমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আপনারা যদি বিজেপিকে ভোট দেন, তাহলে ওরা কিন্তু আপনাদের রাজ্য থেকেই তাড়িয়ে দেবে। বহিরাগত গুণ্ডাদের দিয়ে ওরা এখানকার সব কিছু দখল করে নেবে। বাংলার আর কোনো অস্তিত্বই থাকবে না।” এখানেই শেষ নয়, তাঁর দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে কি হবে তা উল্লেখ করতেও ভোলেননি ঘাসফুল নেত্রী। তাঁর কথায়, “তৃণমূলকে ভোট দিলে আপনারা ফ্রি-তে রেশন পাবেন। আপনাদের বাড়ির দুয়ারেই সেটা পৌঁছে দেওয়া হবে।”
ভোটের পর সাফল্য এলে নন্দীগ্রামেই নিজের দ্বিতীয় একটি অফিস তৈরি করার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবারের নির্বাচনী এই “খেলা” জিততে তিনি যে মরিয়া, তা বুঝতে অসুবিধা হয় না।” বিজেপি গুণ্ডামী করলে গ্রামের মা বোনেদের হাতা খুন্তি ঝাঁটা দিয়ে প্রতিরোধ করার উপদেশও দিয়েছেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁর আক্রমণ, “দিল্লিতে কৃষকরা প্রতিবাদ করছেন। নরেন্দ্র মোদী আর বিজেপি তাঁদের জমি কেড়ে নিতে চান। আপনাদের জমি কেড়ে নিতে দেবেন না ওদের। ওদের পশ্চিমবঙ্গকে লুঠ করতে দেবেন না। বাংলার সংস্কৃতিকে ওদের কেড়ে নিতে দেবেন না। মা বোনেদের ইজ্জত কাড়তে দেবেন না।”
উল্লেখ্য আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপির তরফ থেকে ভোটে দাঁড়িয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। একদা অন্তরঙ্গ সৈনিকের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখার জন্যই এখন মুখিয়ে আছে রাজ্য রাজনীতি।